X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়া প্রশ্নে ট্রাম্প-পুতিন ফোনালাপ

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৫১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০০:০৯
image

উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পুতিনের ১৩ তম বার্ষিক সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর এই দুই শক্তিধর দেশের নেতার মধ্যে ফোনালাপ হয়। শুক্রবার (১৫ ডিসেম্বর) ক্রেমলিন ও হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি খবরটি জানিয়েছে

ট্রাম্প ও পুতিন
বিবৃতিতে ক্রেমলিন জানায়, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ট্রাম্প ও পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এই দুই নেতা কোরীয় উপদ্বীপের পরিস্থিতি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারেও সম্মত হয়েছেন তারা।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, সম্মেলনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়’ অর্থনৈতিক কৃতিত্বের কথা স্বীকার করায় পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়া পরিস্থিতির সমাধানে একসঙ্গে কাজ করার ব্যাপারেও দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয়েছে।

বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনীতির প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, ‘বাজারের দিকে দেখুন, এগুলো সমৃদ্ধ হচ্ছে। এটা যুক্তরাষ্ট্রের অর্থনিতর প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রমাণ। এর মানে হলো ট্রাম্প এই এলাকায় যা করছেন তার ওপর আস্থা রাখেন তারা।’ সম্মেলনে উত্তর কোরিয়ার ওপর সম্ভাব্য মার্কিন হামলার পরিণতি ভয়াবহ হবে বলেও ওয়াশিংটনকে হুঁশিয়ার করেন পুতিন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংকট নিরসনের ক্ষেত্রে প্রয়োজনে তিনি সহযোগিতা করতে প্রস্তুত। 

পুতিন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার বাহিনীকে উত্তর কোরিয়ার ওপর আগে ভাগে হামলার নির্দেশ দেন তাহলে মার্কিন সেনারা সব লক্ষ্যবস্তুর ওপর হামলা করতে সক্ষম হবে না এবং তার পরিণতি হবে ভয়াবহ। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশ্বাস করি দু পক্ষের এখন এই শোচনীয় পরিস্থিতিতে শান্ত হওয়া উচিত।’

উল্লেখ্য, জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত বছরের জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দ. কোরিয়ায় উচ্চতর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব (ফিজিক্যাল রেসপন্স) বলে মনে করে। আর এ নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছে। 

/এফইউ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
অননুমোদিত স্টিকারে ৩৬৩ গাড়িতে মামলা
অননুমোদিত স্টিকারে ৩৬৩ গাড়িতে মামলা
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি