X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সিদ্ধান্ত বাতিলে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব, শিগগিরই ভোটাভুটি

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ১৮:২১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:২৬
image

জেরুজালেম প্রশ্নে যেকোনও সিদ্ধান্ত কার্যকরের বৈধতা না দিয়ে এবং তা বাতিল করা অত্যাবশ্যক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পাসের তৎপরতা চলছে। মিসরের তৈরি করা এক পৃষ্ঠার ওই খসড়াটি দেখতে পাওয়ার দাবি করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। তবে ওই প্রস্তাবে নির্দিষ্ট করে যুক্তরাষ্ট্র কিংবা ট্রাম্পের নাম উল্লেখ না করা হলেও রয়টার্স বলছে, এটি জেরুজালেম প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিলেরই তৎপরতা।

নিরাপত্তা পরিষদ
৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর এর বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের উদ্যোগ শুরুর ব্যাপারে সম্মত হয় আরব দেশগুলো।

রয়টার্স জানায়, মিসরের তৈরি করা খসড়া প্রস্তাবটি শনিবার (১৬ ডিসেম্বর) ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে।  কূটনীতিকরা বলছেন, প্রস্তাবটির পক্ষে বিপুল সমর্থন থাকলেও ওয়াশিংটন এতে ভেটো দেবে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহের শুরুর দিকে এই নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে বলেও জানিয়েছেন কূটনীতিকরা। প্রস্তাবটি পাস করতে হলে ১৫ সদস্য দেশের মধ্যে অন্তত ৯টির সমর্থন লাগবে এবং ভেটো ক্ষমতাসম্পন্ন ৫টি দেশের কোনওটিরই আপত্তি থাকা যাবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা না থাকলেও এটি জেরুজালেম ইস্যুতে ট্রাম্পকে আরও বিচ্ছিন্ন করে দেবে বলে মনে করা হচ্ছে।

প্রস্তাবে বলা হয়েছে, এমন কোনও সিদ্ধান্ত বা ব্যবস্থা যা জেরুজালেমের বৈশিষ্ট্য ও মর্যাদা বদলে দেবে সেই সিদ্ধান্তগুলোর বৈধ কার্যকারিতা থাকবে না; সেগুলো অকার্যকর বলে বিবেচিত হবে এবং নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক সমাধান প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে তা অবশ্যই বাতিল করতে হবে। জেরুজালেমে দূতাবাস স্থাপন থেকে বিরত থাকার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে।

খসড়া প্রস্তাবটির ব্যাপারে জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের মিশনের কাছ থেকে জানতে চেয়ে সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড