X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পেন্সের জেরুজালেম সফরকে প্রত্যাখ্যানের আহ্বান হামাসের

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ১৫:২৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৩২

 

 

আনুষ্ঠানিকভাবে জনমতের পক্ষে এসে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের জেরুজালেম সফরকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলেইস্ট মনিটর।

মাইক পেন্স

খবরে বলা হয়, এক লিখিত বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার নেতা হাসাম বাদরান পেন্সের জেরুজালেম ভ্রমণকে তাদের ‘জনগণের জন্য চ্যালেঞ্জ’ বলে উল্লেখ করেছেন। বিবৃতিতে বাদরান ‘সম্ভাব্য সব জায়গায় বিশেষ করে জেরুজালেম ও আল আকসা মসজিদের চারদিকে বিক্ষোভ করার পাশাপাশি ইসরায়েলি বাহিনীকে মোকাবিলা করা’র জন্য ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

ইসরায়েল সফরে এসে মাইক পেন্স জেরুজালেমের বিতর্কিত ‘আল বুরাক ওয়াল’ পরিদর্শন করবেন বলে অনুমান করা হচ্ছে। ইহুদিরা ওই দেওয়ালকে ‘ওয়েলিং ওয়াল’ হিসেবে উল্লেখ করে প্রাচীনকালে সেখানে দুটি বিখ্যাত ইহুদি মন্দির ছিল বলে দাবি করে থাকে। আর মুসলিমরা দেওয়ালটিকে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের অংশ হিসেবে মনে করে।

৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে।

ট্রাম্পের ওই বিতর্কিত ঘোষণার পরপরই জেরুজালেম, গাজা উপত্যকা, পশ্চিম তীরের রামাল্লা, হেবরন, বেথলেহেম, নাবলুস, কালকিলিয়া, তুলকার্ম ও জেনিনের রাস্তায় নেমে আসেন মুক্তিকামী ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ে ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু বিক্ষোভকারী। তারপরও দমে যাননি মুক্তিকামী মানুষেরা। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা।

এর আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পেন্সের সঙ্গে তার বৈঠক বাতিল করেছেন। ইসরায়েল-ফিলিস্তিনি সংকটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো জেরুজালেম। ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এর সমর্থন দেয়নি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ কারণে সেখানে কোনও দেশ দূতাবাস স্থাপন করেনি।

/আরএ/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ