X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

উত্তর সাগরে রুশ তৎপরতা পর্যবেক্ষণে ব্রিটিশ যুদ্ধজাহাজ

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৭, ১৩:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৪
image

উত্তর সাগরে যুক্তরাজ্যের সমুদ্রসীমার কাছে একটি রুশ যুদ্ধ জাহাজের তৎপরতা পর্যবেক্ষণ করেছে একটি ব্রিটিশ ফ্রিগেট। ব্রিটিশ রয়েল নেভি জানিয়েছে, সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিনে যুক্তরাজ্যের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সমুদ্র এলাকায় রুশ যুদ্ধজাহাজের উপস্থিতি টের পেয়ে এইচএমএস সেন্ট আলবানস নামের ফ্রিগেটটি পাঠানো হয়। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত রাশিয়ার প্রতিক্রিয়া জানা যায়নি।

যুদ্ধজাহাজ
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাগরের তলদেশ দিয়ে যাওয়া ইন্টারনেট ক্যাবলের জন্য রাশিয়া হুমকিজনক হয়ে উঠতে পারে বলে সম্প্রতি সতর্ক করে ব্রিটেন। চলতি মাসের শুরুতে এয়ার চিফ মার্শাল স্টুয়ার্ট পিচ বলেছিলেন, যোগাযোগ সংক্রান্ত সংযোগ লাইনগুলোর সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ব্রিটেন ও ন্যাটোর কাজ করা উচিত। এসব সংযোগ লাইন বিচ্ছিন্ন হলে কিংবা ব্যাহত হলে অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হবে। সাগরের তলদেশ দিয়ে যাওয়া এই ক্যাবলগুলো বিভিন্ন দেশ ও মহাদেশের মধ্যে ইন্টারনেটে যোগাযোগের সংযোগ তৈরি করেছে। আর যুক্তরাজ্যের আশঙ্কা রাশিয়া এই সংযোগ ব্যাহত করতে পারে। এই পরিস্থিতিতে সোমবার নিজস্ব সমুদ্র এলাকায় রাশিয়ার যুদ্ধজাহাজের উপস্থিতি টের পেয়ে এর তৎপরতা পর্যবেক্ষণ করে ব্রিটিশ জাহাজ।

রয়েল নেভির এক বিবৃতিতে বলা হয়, ‘এইচএমএস সেন্ট আলবানস ফ্রিগেটটিকে ২৩ ডিসেম্বর রওনা করতে বলা হয় এবং যুক্তরাজ্যের পানিসীমার কাছে পৌঁছে যাওয়া রুশ যুদ্ধ জাহাজ এডমিরাল গোরশকভকে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ ফ্রিগেটটি বড়দিনে সাগরে ছিল এবং রুশ জাহাজের তৎপরতা পর্যবেক্ষণ করেছে। বক্সিং ডেতে এটি পোর্টসমাউথে ফিরে আসবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভূক্ত করার পর থেকে ব্রিটেন ও রাশিয়ার সম্পর্কে টানাপড়েন চলছে।

/এফইউ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ