X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইন্টারপোলের রেড নোটিশ, নির্বিঘ্নে চলাফেরা করছেন মঈনুদ্দীন!

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:২৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৪
image

১৯৭১ সালে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আলবদর কমান্ডার চৌধুরী মইনুদ্দিন বর্তমানে উত্তর লন্ডনে বসবাস করছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারপোলের ২৫ জন মোস্ট ওয়ান্টেড ব্রিটিশ মুসলিম নেতার তালিকায় রয়েছে তার নাম। তাকে ইন্টারপোল খুঁজে না পেলেও দ্য সান খুব সহজেই শনাক্ত করতে পেরেছে। ৬৯ বছর বয়সী চৌধুরী মইনুদ্দিনের কয়েকটি ছবি প্রকাশ করে পত্রিকাটি বলছে, তিনি যে বাড়িটিতে বসবাস করছেন, তার মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড।




গাড়িতে উঠছেন মঈনুদ্দিন
১৯৭১ সালে আলবদর বাহিনীর নেতৃত্ব দেওয়া এবং তার নেতৃত্বে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার অভিযোগে ২০১৩ সালে চৌধুরী মঈনুদ্দীনের অনুপস্থিতিতেই তার বিচার হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। তবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) সাবেক পরিচালক মঈনুদ্দিন ওই রায়কে ‘ত্রুটিপূর্ণ’ বলে দাবি করেন। তার আইনজীবীও এই রায়কে ‘শো ট্রায়াল’ বলে উল্লেখ করেন।



একটি সুপার মার্কেট থেকে বাজার করেছেন মঈনুদ্দিন
পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের 'মোস্ট ওয়ান্টেড ব্রিটিশ ফিউজিটিভ'-এর তালিকায় রয়েছেন মঈনুদ্দীন। বাংলাদেশ সরকারের অনুরোধেই মঈনুদ্দীনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। আন্তর্জাতিক এই সংস্থাটির মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম থাকা ২৫ জনের প্রত্যেকেই ‘পলাতক’ রয়েছেন। তবে ২৬ ডিসেম্বর দ্য সানের প্রতিবেদনে বলা হয়, মঈনুদ্দীন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন লন্ডনে। তিনি শপিং করেন, মসজিদেও যান। তার স্বাভাবিক চলাফেরার কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দিও করেছেন পত্রিকাটির সাংবাদিকরা। এ বিষয়ে মঈনুদ্দীনের এক প্রতিবেশী বলেন, ‘হয়তো ইন্টারপোল খুব ভালোভাবে তাকে খুঁজছে না।’

দ্য সান জানায়, মঈনুদ্দিন তার বাড়িতে বসেই তার বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘বাজে কথা’ অভিহিত করে অস্বীকার করেছেন। ইন্টারপোলের রেড নোটিশের বিরুদ্ধে আপিল করেছেন বলেও দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই মঈনুদ্দীন ব্রিটেনে পালিয়ে যান। ব্রিটিশ নাগরিকত্বও পান তিনি। ৫৭ বছর বয়সী স্ত্রী ফরিদা ও চার সন্তান নিয়ে উত্তর লন্ডনে বসবাস করছেন তিনি। তাকে গ্রেফতারে স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তাও চেয়েছে বাংলাদেশ।

 

/এফইউ/টিআর/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার