X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ইইউ'র কাছ থেকে ফিলিস্তিনের ‘দ্রুত’ স্বীকৃতি চাইলেন আব্বাস

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ১৪:০১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৪:১০
image

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে দ্রুত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার (২২ জানুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে ২৮ দেশীয় জোট ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে আব্বাস এ অনুরোধ জানান। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বীকৃতির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি ইইউ, এর জন্য আরেকটি বৈঠক হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

ইইউ নেতাদের সঙ্গে মাহমুদ আব্বাস
গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এরপর বিশ্বজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘের সাধারণ পরিষদের ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে একটি প্রস্তাবও পাস হয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।  এরই অংশ হিসেবে মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আব্বাস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন জোটকে ‘সত্যিকারের অংশীদার ও বন্ধু’ ঘোষণা করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে ‘রাজনৈতিক’ প্রচেষ্টা জোরদারের জন্য ইইউকে আহ্বান জানান তিনি। আব্বাস ইইউ’র সদস্যদের আশ্বস্ত করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলে ইসরায়েলের সঙ্গে দেশটির ‘নতুন করে শান্তি আলোচনা শুরু’ করার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না; বরং এ স্বীকৃতি ফিলিস্তিনি জনগণকে ‘উৎসাহিত ও শান্তি প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে আশাবাদী’ করে তুলবে।

পরে ইইউ’র সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের আব্বাস বলেন, ‘জেরুজালেম ইস্যুতে ইউরোপীয়রা আমাদের সঙ্গে একমত হয়েছে। তারা এটি বুঝতে পেরেছে কিন্তু স্বীকৃতির ব্যাপারে এখনও তারা সিদ্ধান্ত নেয়নি। এর জন্য আরেকটা বৈঠক প্রয়োজন হবে।’

জেরুজালেম
আল জাজিরা জানায়, আব্বাসের সঙ্গে সংবাদ সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানে ইইউ’র সমর্থন পুনচ্চারিত করেন জোটটির পররাষ্ট্রবিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনি। এর আগে ট্রাম্পের জেরুজালেম সংক্রান্ত স্বীকৃতির পর পরই ইইউ’র সমর্থন চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ডিসেম্বরে ফ্রেডেরিকা মোঘেরিনির সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমি বিশ্বাস করি সব কিংবা বেশিরভাগ ইউরোপীয় দেশ জেরুজালেমে তাদের রাজধানী সরিয়ে নেবে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে এবং নিরাপত্তা,সমৃদ্ধি ও শান্তির জন্য আমাদের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকবে।’ নেতানিয়াহুর সেই আহ্বানে সাড়া না দিয়ে মোঘেরিনি বলেছিলেন, জেরুজালেম ইস্যুতে ‘আন্তর্জাতিক ঐকমত্যকে’ই স্বীকৃতি দিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন। তিনি বলেন,‘আমরা বিশ্বাস করি দ্বি রাষ্ট্র নীতির ভিত্তিতে জেরুজালেমকে দুই দেশের রাজধানী করাই ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিরসনের ক্ষেত্রে একমাত্র বাস্তব সমাধান।’ 

এদিকে সোমবার (২২ জানুয়ারি) যখন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইইউ জোটের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তখন ইসরায়েল সফরে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে তিনি ঘোষণা দেন ২০১৯ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ইসরায়েল দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে। পেন্স বলেন, ‘সামনের সপ্তাহে আমাদের প্রশাসন জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার পরিকল্পনা শুরু করবে। আগামী বছর শেষ হওয়ার আগেই সেখানে মার্কিন দূতাবাস খোলা হবে।’ 

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনসহ অন্যান্য আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে নেয়। পরে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইসরায়েলের সীমানা নির্ধারণ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়। তবে এই দ্বি-রাষ্ট্র সমাধান আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফিলিস্তিনিরা চায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হোক। ‌আর ইসরায়েলের দাবি, জেরুজালেম অবিভাজ্য। ইসরায়েল-ফিলিস্তিন সংকট প্রশ্নে দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার নীতির পক্ষে সমর্থন জানিয়েছিল আসছিল যুক্তরাষ্ট্র। তবে সেই নীতি থেকে সরে এসে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এফইউ/
সম্পর্কিত
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
প্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
উপজেলা ভোটপ্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা