X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হামাস নেতাকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্তিতে উদ্বেগ তুরস্কের

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৫

ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্তিতে উদ্বেগ জানিয়েছে তুরস্ক। শুক্রবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এ উদ্বেগ প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় বলেন, মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তে তুরস্ক উদ্বিগ্ন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসমাইল হানিয়া এবং রজব তাইয়্যেব এরদোয়ান আঙ্কারা বলছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন যা সরেজমিন বাস্তবতাকে উপেক্ষা করেছে। এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি ও সংহতি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে হামাসকে মানবিক সহায়তা দেওয়া বন্ধ করবে না তুরস্ক। এছাড়া গাজা উপত্যকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় বলেন, স্পষ্টতই এটি একটি বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত। কেননা, ফিলিস্তিনের রাজনীতিতে হামাস একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। এখানে সে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্বের ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী নিষ্পত্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত কোনও অবদান রাখবে না।

২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ৮ ডিসেম্বর শুক্রবার থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ট্রাম্প আর নেতানিয়াহু’র ছবি পুড়িয়ে, আমেরিকা-ইসরায়েলের পতাকা জ্বালিয়ে প্রতিরোধের দেয়াল তৈরি করেন হামাস সমর্থকরা। এর মধ্যেই সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধানকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।  

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলায় জড়িত হানিয়া। হামাসকে নিয়ে অবশ্য ইসরায়েল-আমেরিকার বাইরে সৌদি জোটেরও অস্বস্তি রয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে ইতোপূর্বে হামাসকে সমর্থন দেওয়ার জন্য কাতারকে অভিযুক্ত করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ