X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এবার অক্সফামের শুভেচ্ছাদূতের দায়িত্ব ছাড়লেন ডেসমন্ড টুটু

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫০
image

আফ্রিকায় অক্সফার্মকর্মীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় এবার সংস্থাটির শুভেচ্ছাদূতের পদ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ডেসমন্ড টুটু

প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে নিজের অন্যসব দায়িত্ব ছাড়লেও অক্সফামের কাজের সঙ্গে জড়িত ছিলেন টুটু। তবে এবার সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ৮৬ বছর বয়সী এই নোবেল বিজয়ী।

তার দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আর্চবিশপ দাতব্য সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে ওঠা অমানবিক অভিযোগে খুবই হতাশ।’

অক্সফামের বিরুদ্ধে এই অভিযোগে যেই হাজার হাজার মানুষ ভালো কাজ করছেন তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে দুঃখ প্রকাশ করেন টুটু। তিনি বলেন, এতে করে তাদের সব অর্জন হারিয়ে যাবে।

এর আগে সংস্থাটির শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অভিনেত্রী মিনি ড্রাইভার। অভিযোগে আতঙ্কিত জানিয়ে তিনি বলেন, অক্সফামের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানছেন। আর্থ-সামাজিক অনাচারের বিরুদ্ধে লড়াই করবেন তিনি।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে অক্সফামের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোল্যান্ড ভ্যান হুওয়ার মেরিনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আনেন। অক্সফামেরই একটি গোপন তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে খবরে জানানো হয়, ২০১০ সালে হাইতির ভূমিকম্প পীড়িত নারীদের যৌন কাজে ব্যবহার করেছেন মেরিন। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের দিয়েও একই কাজ করিয়ে নিয়েছেন তিনি। শাদের একই ধরনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ ওঠে।

অক্সফামের দেওয়া দলিলপত্রাদি পরীক্ষার মাধ্যমে তদন্ত কাজ শুরু করেছে যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন। তদন্তকারীরা বলেছেন, অক্সফাম সম্ভবত ২০১১ সালের অভিযোগের বিষয়ে পূর্ণ ও খোলাখুলিভাবে কোনও তথ্য প্রকাশ করেনি। ঘটনার পর থেকে এখন পর্যন্ত বিষয়টি কীভাবে মোকাবিলা করেছে ও জনগণের আস্থা ও বিশ্বাসের ওপর তা কতখানি প্রভাব ফেলবে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তদন্ত কমিটি।

 

/এমএইচ/
সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ