X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে গোলাগুলি অব্যাহত, দুই পাকিস্তানি সেনা নিহত

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৪:২২আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৯:০৬
image

কাশ্মিরে ভারত-পাকিস্তান উত্তেজনা অব্যাহত রয়েছে। নিয়ন্ত্রণরেখায় গোলাগুলিতে বুধবার দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতরকে উদ্ধৃত করে ভারতীয় জি নিউজ জানিয়েছে, ভারতীয় বাহিনীর গুলিতে ওই দুই সেনা নিহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের। এদিকে হিন্দুস্থান টাইমস ভারতীয় সেনাসূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক হামলার অভিযোগ তুলেছে ভারত। দুই দেশই পরস্পরকে যথাযথ জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, সেখানে উত্তেজনা অব্যাহত রয়েছে।

কাশ্মিরে ভারত-পাকিস্তান গোলাগুলি অব্যাহত কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান পারস্পরিক গোলাগুলির সমান্তরালে চলছে দোষারোপের খেলা। দিল্লি-ইসলামাবাদ এক বছরের মধ্যে ৪০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পরস্পরের বিরুদ্ধে। উসকানির অভিযোগও করছে উভয় পক্ষই। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি চেনাব অঞ্চলে পাকিস্তান ও ভারত পরস্পরকে লক্ষ্যবস্তু বানিয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত চলমান গোলাগুলির কারণে জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ২০টিরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কাছাকাছি অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে মানুষ। বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে আলোচনায় বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেন, বুধবার কোনও পূর্বলক্ষণ ছাড়াই গুলি শুরু করে ভারতীয় বাহিনী। তাদের গুলিতেই দুই সেনা নিহত হন। তাদের নাম সিপাহি মুনির চৌহান ও সিপাহি আমির হোসেন। পাকিস্তানের দাবি অনুযায়ী, সে দেশের সেনারাও গুলি শুরু করে এবং ভারতীয় ঘাঁটির ব্যাপক ক্ষয়সাধন করে। 

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা নিয়মভঙ্গ করে গুলি চালিয়েছে। নিয়ন্ত্রণরেখার ভিমবার গলিতে বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে গুলিবর্ষণ শুরু হয়। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেভেন্দার আনন্দ বলেন, ভারতীয় সেনাবাহিনী দৃঢ়হস্তে এর জবাব দিচ্ছে। এই গোলাগুলির ঘটনায় ভিমবার গলির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। কাশ্মিরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

ফেব্রুয়ারিতে জাজোত গ্রামে এক শিশুর ওপর ভারতীয় বাহিনী ‍গুলি করলে ভারতীয় ঘাঁটি ধ্বংসের দাবি করে পাকিস্তান। এর আগে জানুয়ারিতেও ভারতের গুলিতে প্রাণ হারিয়েছিলেন চারজন পাকিস্তানি সেনা। চলতি মাসের শুরুর দিকে জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মেহবুবাও  দুই দেশের মধ্যে রক্তক্ষয়ের শেষ টানতে আলোচনার আহ্বান জানিয়েছিলেন।

পারমাণবিক শক্তিধর দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে আলোচনায় বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের তরফ থেকে এই মনোভাবের কথা জানানো হয়। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র  হেদার নুয়ের্টের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র কী ভূমিকা রাখবে। জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি দুপক্ষের অবশ্যই একসঙ্গে বসতে হবে এবং বিষয়টি নিয়ে কথা বলতে হবে।’

 

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ