X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রুশ গুপ্তচর হত্যাচেষ্টার ঘটনায় যুক্তরাজ্যের পাশে ইইউ

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৮, ১৯:২৯আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৯:৩৩

বিষাক্ত রাসায়নিক ‘নার্ভ এজেন্ট’ হামলা চালিয়ে সাবেক রুশ গুপ্তচরকে হত্যা চেষ্টার ঘটনায় যুক্তরাজ্যের সঙ্গে ‘অখণ্ড সংহতি’ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে এই সংহিত প্রকাশ করা হয়। ইতোমধ্যে হামলায় ব্যবহৃত বিষাক্ত রাসায়নিকের নমুনা সংগ্রহের জন্য যু্ক্তরাজ্য গেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

রুশ গুপ্তচর হত্যাচেষ্টার ঘটনায় যুক্তরাজ্যের পাশে ইইউ

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালিসবুরির একটি পার্কের কাছ থেকে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের স্নায়ু অকেজো করে দেয় এমন বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এই দ্বৈত গুপ্তচর ২০১০ সাল থেকে যুক্তরাজ্য অবস্থান করছেন। তাদের উদ্ধার করতে গিয়ে রাসায়নিকের প্রভাবে এক পুলিশ কর্মকর্তাও আহত গুরুতর আহত হন।

যৌথ বিবৃতিতে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, সালিসবুরিতে সাবেক রুশ গুপ্তচরের ওপর রাসায়নিক হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করে যাচ্ছে যুক্তরাজ্য। তারা যুক্তরাজ্যের এই অভিযোগ ‘চরম গুরুত্ব সহকারে’ গ্রহণ করেছেন। পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্যের সঙ্গে তাদের অখণ্ড সংহতি প্রকাশ করছে। তারা এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার বিষয়ে যুক্তরাজ্যের প্রচেষ্টায়ও সহযোগিতা করবেন।’

এই ঘটনা যুক্তরাজ্য ও রাশিয়ার মধ্যকার সম্পর্ককে সংকটের মধ্যে ফেলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনায় রুশ সরকারের জড়িত থাকার অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট, নোংরা ও অর্থহীন’ অ্যাখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।

সোমবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্যকে এ ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততা প্রমাণ করতে হবে, নইলে তাদের ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, আগে ও পরে যখনই হোক এসব মনগড়া অভিযোগের বিষয়ে যথাযথ প্রমাণ দেখাতে হবে অথবা ক্ষমা চাইতে হবে। সূত্র: এএফপি।

/আরএ/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
ডনেস্কের একটি গ্রাম দখল করলো রাশিয়া
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ