X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্কুলে বন্দুকধারীদের মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে পাথর

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ১৩:০১আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৩:১৪

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীদের হামলা রুখতে ছাত্রদের ঝুড়িভর্তি পাথর রাখার পরামর্শ দিয়েছেন পেনসিলভানিয়ার এক শিক্ষা কর্মকর্তা। শুধু পরামর্শ দিয়েই থেমে থাকেননি তিনি, এরই মধ্যে কয়েকটি ক্লাসের শিক্ষার্থীদের পাথর তুলে দেওয়া হয়েছে। যাতে তারা বন্দুকধারীদের ওপর পাথর ছুড়ে মারতে পারে।

স্কুলে বন্দুকধারীদের মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে পাথর
ব্লু মাউন্টেন স্কুল ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট ডেভিড হেলসেল এই মাসে অঙ্গরাজ্যের আইন প্রণেতাদের জানিয়েছেন, বন্দুকধারীদের হামলা মোকাবিলায় কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের নদীর পাথর দেওয়া হয়েছে।
গত মাসে ফ্লোরিডার পার্ক ল্যান্ডের এক স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭জনের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণের দাবি জোরালো হয়। ওই ঘটনায় বেঁচে যাওয়ারা শনিবারও বিক্ষোভ আয়োজন করেছেন। ওয়াশিংটনের বিক্ষোভ থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি জানানো হবে। এতে বেশ কয়েকজন সেলিব্রেটি ও রাজনীতিবিদও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতে ওই সুপারিন্টেন্ডেন্টের মতামত সামনে এল।
এই মাসের শুরুতে তিনি রাজ্যের আইন প্রণেতাদের জানান, সম্ভাব্য বন্দুকহামলা রুখতে শ্রেণিকক্ষে ঝুড়িভর্তি পাথর রাখা শুরু করেছেন তারা। ছাত্রদের দেওয়া হয়েছে ঝুড়িভর্তি নদী থেকে তুলে আনা পাথর। তিনি বলেন, হামলা হলে স্কুল খালি করার আগ পর্যন্ত আত্মরক্ষার জন্য পাথর ব্যবহার করা যেতে পারে।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সংসদের শিক্ষা কমিটির কাছে দেওয়া বক্তব্যে ডেভিড হেলসেল বলেন, প্রত্যেক ক্লাসরুমে পাঁচ গ্যালনের পাথরভর্তি ঝুড়ি রাখা হয়েছে। তিনি বলেন, যদি কোনও বন্দুকধারী আমাদের কোনও ক্লাসরুমে ঢুকতে যায় তাহলে তাকে ক্লাসভর্তি ছাত্রদের পাথর ছোড়া সামলাতে হবে। আমরা এমন কিছু ছাত্র পেয়েছি যারা খুব জোরে পাথর ছুড়তে পারে।
বৃহস্পতিবার এই পদক্ষেপের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। বাজফিড নিউজকে হেলসেল বলেছেন, তাদের জেলায় গত দুই বছর ধরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, শেষ উপায় হিসেবেই তারা এটা ভেবেছেন। হামলার পর স্কুল খালি করে ফেলাই তাদের প্রথম চিন্তা বলেও জানান তিনি।
এই উদ্যোগ অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেকেই এর সমালোচনা করেছেন।
বন্দুকহামলা রুখতে স্কুলের শিক্ষকদের অস্ত্র রাখার আইন করার পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য বিত্তশালীরা অনেক আগে থেকেই এই পদক্ষেপ নেওয়ার দাবি করে আসছেন।

/জেজে/এএ/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ