X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ত্রিনিদাদের বিরুদ্ধে ভেনিজুয়েলান শরণার্থীদের বের করে দেওয়ার অভিযোগ জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ০৫:৪৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ০৬:০০

ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে ৮২ ভেনিজুয়েলান শরণার্থীকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ তুলে সমালোচনা করেছে জাতিসংঘ। দেশটির সরকার দাবি করেছে, এসব আশ্রয়প্রার্থী ব্যক্তি স্বেচ্ছায় সেখান থেকে চলে গেছে। আর জাতিসংঘের অভিযোগ, এই আশ্রয়প্রার্থীদের আটক করে রাখা হয়েছিল। দেশে পাঠিয়ে দেওয়ার আগে তাদের সঙ্গে কাউকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

ত্রিনিদাদের বিরুদ্ধে ভেনিজুয়েলান শরণার্থীদের বের করে দেওয়ার অভিযোগ জাতিসংঘের

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন-ইউএনএইচসিআর বলেছে, এসব মানুষকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে আটক করা হয়েছিল। শনিবার তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের কাছে সংস্থাটিকে পৌঁছাতে দেওয়া হয়নি।

ইউএনএইচসিআর’র সুরক্ষা বিষয়ক সহকারী হাই কমিশনার ভোলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, ‘দলটিকে জোর করে ফিরিয়ে দেওয়ার বিষয়টি গভীর উদ্বেগজনক। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি ও তাদের তাড়িয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছি’।

ইউএনএইচসিআর বলছে, তাড়িয়ে দেওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই নিবন্ধিত আশ্রয়প্রার্থী ছিলেন। এছাড়া শরণার্থীর মর্যাদা পাওয়ার জন্য অনেকেই ঘোষণা দিয়েছিলেন। সংস্থাটির পক্ষ থেকে গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের পর থেকে সারাবিশ্বে ভেনিজুয়েলান আশ্রয়প্রার্থীদের সংখ্যা দুই হাজার শতাংশ বেড়েছে। প্রতিবেদনে এসব আশ্রয়প্রার্থীকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া ও জোর করে বের করে দেওয়ার ব্যাপারে সব দেশকে সতর্ক করা হয়।

জাতিসংঘ সংস্থাটি ক্যারিবিয়ান দেশগুলোর সরকারগুলোর সঙ্গে এসব শরণার্থীর বিষয়ে সহায়তার করতে কাজ করে যাচ্ছে। ভেনিজুয়েলায় অর্থনৈতিক ও সামাজিক সংকটের কারণে লাখ লাখ মানুষ রাজনৈতিক ঝুঁকির মুখে পড়েছে। দেশটির প্রায় ৩০ লাখ মানুষ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে।

ইউএনএইচসিআর’র মুখপাত্র ক্রিস বোইয়ান বলেন, ত্রিনিদাদ অ্যানড টোবাগো সরকারের সঙ্গে করা চুক্তি মেনে তাদের বের করে দেওয়া হয়নি। নিবন্ধিত আশ্রয়প্রার্থীদের মধ্যে যারা দেশে ফিরতে চাইবে তাদের অবশ্যই প্রথমে ইউএনএইচসিআর’র কাছ থেকে পরামর্শ নিতে হবে। এরপর তাদের লিখিত বিবৃতি দিতে হবে যে, তার স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ওই আশ্রয়প্রার্থীদের জোর করে তাড়িয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেছে, ভেনিজুয়েলার নাগরিকদের বিভিন্ন অপরাধের অভিযোগে আটক করা হয়েছিল। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, নিজ দেশে ফিরতে কারও কোনও ভয় বা আপত্তি আছে কিনা তা জিজ্ঞেস করা হয়েছিল। তবে তাদের সবাই ফিরে যেতে চেয়েছেন। কাউকে দেশত্যাগে জোর করা হয়নি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ভেনিজুয়েলার দূতাবাসের সঙ্গে যৌথ চেষ্টায় ৫৩ পুরুষ ও ২৯ নারীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

/আরএ/
সম্পর্কিত
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
সর্বশেষ খবর
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...