X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করবে রাশিয়া, পাকিস্তান ও ইরান

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ২০:০৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২০:১৪

অন্যান্য আঞ্চলিক দেশকে সঙ্গে নিয়ে একটি যৌথ নিরাপত্তা সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান, রাশিয়া ও পাকিস্তান। রাশিয়ার সোচি শহরে তিন দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবদের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে।

নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করবে রাশিয়া, পাকিস্তান ও ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাতরোশেভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল নাসির খান জানজুয়ার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক থেকে এশিয়া অঞ্চলে আমেরিকার অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে তা প্রতিহত করার জন্য এ মহাদেশের সংশ্লিষ্ট সব দেশের মধ্যে সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

রাশিয়ার সোচি শহরে বিশ্বের পাঁচ দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নবম সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহের গোড়ার দিকে রাশিয়া যান অ্যাডমিরাল আলী শামখানি। বৃহস্পতিবার রাতে সোচি ত্যাগ করার আগে সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন সরকার সিরিয়া ও ইরাক থেকে সন্ত্রাসবাদকে আফগানিস্তানে স্থানান্তর করতে চায়। কিন্তু এই অশুভ তৎপরতা প্রতিহত করতে এশিয়ার সংশ্লিষ্ট অন্যান্য দেশকে সার্বিক সহযোগিতা করবে ইরান।

সন্ত্রাসবাদের মতো যৌথ হুমকি মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সর্বাত্মক সহযোগিতা জরুরি।

সম্প্রতি নিউ ইয়র্কে টেকসই শান্তি শীর্ষক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে অগ্রগামী দেশ হিসেবে ইরান এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

অ্যাডমিরাল শামখানিও সোচি শহরে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল নাসির খান জানজুয়ার সঙ্গে সাক্ষাতে সন্ত্রাসবাদ দমনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের দুইটি প্রভাবশালী দেশ হিসেবে মুসলিম উম্মাহর জন্য একটি নিরাপদ ভবিষ্যত বিনির্মাণে ইরান ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
ডনেস্কের একটি গ্রাম দখল করলো রাশিয়া
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ