X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরায়েলের বিমান হামলা

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৮, ২১:০৪আপডেট : ১৪ মে ২০১৮, ২১:১০

দখলদারিত্ব ও জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদের সোমবার ব্যাপক বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় ফিলিস্তিনের জাতিমুক্তি আন্দোলনের সংগঠনের হামাসের পাঁচটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে বিমান হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ’কে উদ্ধৃত করে এই হামলার কথা নিশ্চিত করা হয়েছে। আইডিএফ দাবি করেছে, গাজায় হামাসের ৫টি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা হামাসের সশস্ত্র সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের সীমান্তের কাছে হামাসের নেতৃত্বে ‘সহিংস কর্মকাণ্ডে’র প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

বিশ্ব জনমতকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত অনুযায়ী জেরুজালেমে সোমবার দূতাবাস চালু করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকেই গাজায় ইসরায়েলি সীমান্তের কাছে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলায় ইতোমধ্যে ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার মানুষ।

 সোমবার সকাল থেকে ইসরায়েলি সীমান্তের কাছে প্রায় এক লাখের মতো ফিলিস্তিনি বিক্ষোভ করেন। ওই সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীরা টায়ার জ্বালালে পুরো এলাকা কালো ধোঁয়ার মেঘে ঢেকে যায়। অনেক বিক্ষোভকারী ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলতি ও পাথর নিক্ষেপ করেন। আর বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করা ছাড়াও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

১৯৪৮ সালের ১৫ মে হাজার হাজার ফিলিস্তিনিকে নিজ বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ফিলিস্তিনিরা দিনটিকে ‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে। এবার নাকবা দিবসে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের দাবি নিয়ে আন্দোলনের নেমেছেন ফিলিস্তিনিরা। গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ বাসিন্দা ওই ঘটনায় বিতাড়িত হয়ে নিজেদের মাতৃভূমি হারিয়েছেন। নাকবা দিবসের আগের দিন জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা।  

/আরএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে