X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কঙ্গোতে ইবোলা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৮, ১২:৩০আপডেট : ২৪ মে ২০১৮, ১২:৩৬
image

আফ্রিকার দেশ কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার (২৩ মে) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ পরিচালক পিটার সালামা জানান, আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এমন আশঙ্কা করা হচ্ছে।

ইবোলা মোকাবিলায় নিযোজিত চিকিৎসাকর্মীরা
মধ্য আফ্রিকার উত্তরাংশে কঙ্গোর উপত্যকায় প্রবাহিত ইবোলা নদী থেকে ইবোলাভাইরাসের নামকরণ করা হয়েছে। সর্বপ্রথম ১৯৭৬ সালে এ ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়। ২০১৪-১৫ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তখন বেশি আক্রান্ত হয়েছিল গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়া। ২০১৪ সালে কঙ্গোতে ইবোলা সংক্রমণে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এ মাসের শুরুর দিকে কঙ্গোতে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব শনাক্ত হয়। আর ১৯৭৬ সালের পর এ নিয়ে নবমবারের মতো ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কঙ্গোতে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ পরিচালক পিটার সালামা বলেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ‘ছড়িয়ে পড়ার সম্ভাবনা’ স্পষ্ট। কারণ আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সালামা জানান, ইবোলা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ‘মহামারীর সময়ের’ মতো করে স্বাস্থ্যকর্মীরা রোগ মোকাবিলার চেষ্টা চালিয়েছে যাচ্ছেন।

কঙ্গোর শহরাঞ্চলেও ৭ জন ইবোলা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ব্যাপারে সালামা বলেন, ‘আগামী কয়েক সপ্তাহে বোঝা যাবে যে প্রাদুর্বাব শহর এলাকায় ছড়িয়ে পড়বে কিনা, নাকি আমরা এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইবোলা আক্রান্তদের মধ্যে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৮ মে নতুন করে ইবোলা শনাক্ত হওয়ার পর ২৭ জন নিহত হয়েছে এবং ৫৮ জনের মধে ইবোলা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেছে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কঙ্গোর পার্শ্ববর্তী নয়টি দেশের সঙ্গে কাজ করছে তারা। এ পর্যন্ত কঙ্গোতে ৭,৫৪০টি পরীক্ষামূলক ভ্যাকসিন পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৮ হাজার ডোজ পাঠানোর কথা রয়েছে।   

/এফইউ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ