X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে ‘‌ন্যাটো’র যুদ্ধ প্রস্তুতিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৮, ১৬:২৮আপডেট : ০৬ জুন ২০১৮, ১৬:৪৭

রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় উত্তর প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রয়োজন পড়লে ৩০ দিনের মধ্যে জোটের ৩০ ব্যাটেলিয়ন স্থল সেনা, ৩০টি যুদ্ধ জাহাজ ও ৩০টি যুদ্ধ বিমান মোতায়েনের পরিকল্পনার জন্য ব্রাসেলসে এই বিষয়ে চুক্তির জন্য চাপ দেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। আগামী বৃহস্পতিবার (৭জুন) বেলজিয়ামের রাজধানীতে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে তিনি এই চাপ দেবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আগামী জুলাইতে ন্যাটোর শীর্ষ নেতাদের বৈঠকে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে। এই পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়ে পূর্ব ইউরোপের নিরাপত্তা হুমকির জন্য ন্যাটোকেই দায়ী করেছে রাশিয়া। ন্যাটো জোটের সৈন্যরা
২০১৪ সালে ক্রিমিয়া দখল এবং ২০১৫ সালে সিরিয়া যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। তখন থেকেই রাশিয়ার প্রকাশ্য বার্তাকে আর বিশ্বাস করছে না ওয়াশিংটন। চলতি বছরের পেন্টাগনের প্রতিরক্ষা নীতিতে মস্কোকে সবচেয়ে বড় হুমকি বলে বর্ণনা করা হয়। ওই নীতিতে বলা হয় ন্যাটো জোটকে ধ্বংসের চেষ্টা করছে রাশিয়া।

রাশিয়ার হুমকি মোকাবিলায় ন্যাটো জোটের যুদ্ধ প্রস্তুতির বিষয়ে চাপ বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে নতুন পরিকল্পনায় কতোজন সেনা মোতায়েন করা হবে তা পরিস্কার নয়। তবে ন্যাটো জোটের প্রতি ব্যাটেলিয়ন সৈন্য সংখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে। প্রতি ব্যাটেলিয়ন ৬০০ থেকে এক হাজার সেনা থাকতে পারে।

ন্যাটো জোটের এক ঊর্ধ্বতন কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, আমাদের এক প্রতিদ্বন্দ্বী বাল্টিক এবং পোলান্ডে দ্রুত সেনা পাঠাতে সক্ষম। আমাদের এক মাস সময় নিয়ে সেখানে সেনা পাঠানোর মতো বিলাসিতা করার সুযোগ নেই।  তিনি জানান, নতুন মার্কিন পরিকল্পনা ৩০-৩০-৩০ নামে পরিচিত।

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এই পদক্ষেপের প্রাথমিক লক্ষ্য হলো রাশিয়াকে মোকাবিলা। ২০১৮ সালের পেন্টাগনের নীতির সঙ্গে সামঞ্জস্য পূর্ণ বলেো মন্তব্য করেন তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ