X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাশিয়া সফর শেষে ফিরেছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৮, ১৪:৪৬আপডেট : ২৪ জুন ২০১৮, ১৪:৫৩

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে রবিবার রাশিয়া থেকে দেশে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপনিউজ জানিয়েছে, এই সফরে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন তিনি। স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি সমঝোতা স্মারক। রাশিয়া ছাড়ার আগে সস্ত্রীক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন
১৯৯৯ সালের পর প্রথম কোনও দক্ষিণ কোরীয় রাষ্ট্রপ্রধান হিসেবে রাশিয়া সফর করলেন মুন।শনিবার রাশিয়ায় চলমান ফুটবল বিশ্বকাপে মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ম্যাচে মাঠে হাজির ছিলেন ‍মুন ও তার স্ত্রী কিম জং সুক। ওই ম্যাচে নিজেদের দলের ২-১ গোলে পরাজয় প্রত্যক্ষ করার পর রবিবার সকালে রাশিয়ার রোস্তভ-অন-ডন ছাড়েন তারা। বিকালে তারা সিউলের বিমানঘাঁটিতে পৌঁছান। এই সফরে কোরীয় উপদ্বীপে চলমান পারমানবিক নিরস্ত্রীকরণ উদ্যোগ ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন মুন।

শুক্রবার (২২ জুন) অনুষ্ঠিত হয় মুন-পুতিন বৈঠক। ওই বৈঠকে দুই নেতা কোরীয় উপদ্বীপ ও উত্তরপূর্ব এশিয়ায় শান্তি বজায় রাখতে একযোগে কাজ করতে সম্মত হন। বৈঠকে উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণে নিজেদের বোঝাপোড়া বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরুর বিষয়ে সম্মত হন দুই নেতা।

দুই নেতার বৈঠকের পর মুনের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ও বছরে ২০২০ সালের মধ্যে দুই দেশের মধ্যে দশ লাখ পর্যটক বিনিময়ের লক্ষ্য অর্জনে সম্মত হয়েছেন তারা। লক্ষ্য অর্জনের মাধ্যমে দুই দেশের জনগণের প্রকৃত স্বার্থ সুরক্ষায় বাস্তবসম্মত সহযোগিতার জন্য কাজ করার বিষয়ে সম্মত হন দুই নেতা।

২২ জুন বৈঠকের পর মুন-পুতিন

ইয়োনহাপনিউজ জানিয়েছে, বৈঠকে দুই দেশ উত্তর কোরিয়াকে যুক্ত করে আন্তসীমান্ত এনার্জি প্রকল্প গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি যৌথ জরিপ পরিচালনায় সম্মত হয়েছে। এনার্জি, শিল্প ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারিত করতে দুই নেতা বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার (২১ জুন) রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় বিরল এক ভাষণ দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। ওই ভাষণে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতাকে দুই দেশ ও পারস্পরিক অঞ্চলের ‘শান্তি ও সমৃদ্ধির ভিত্তি’ আখ্যায়িত করেন।

প্রসঙ্গত, গত এপ্রিলে দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে বহু প্রতিক্ষিত বৈঠক এবং পরের মাসে আবারও এক বৈঠক এবং যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার মধ্যে এই মাসে শীর্ষ সম্মেলনের পর রাশিয়া সফরে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এসব বৈঠক ও সম্মেলনের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ। অনেকেই মনে করেন এসব কূটনৈতিক আলোচনায় উত্তর কোরিয়াকে নিয়ে আসার মূল কারিগর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। অপরদিকে নিজেদের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে আন্তর্জাতিক অবরোধের মুখে থাকা অবস্থাতেও উত্তর কোরিয়ার সঙ্গে মিত্রতা বজায় রেখেছিল রাশিয়া।

 

/জেজে/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?