X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

অবিলম্বে আইএস সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৩:৫১আপডেট : ২৯ জুন ২০১৮, ১৩:৫৮
image

ইরাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আইএস-এর সদস্যদের সাজা অবিলম্বে কার্যকর করতে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর সদস্যরা আট বন্দিকে হত্যা করার পর বদলা হিসেবে বৃহস্পতিবার (২৮ জুন) এ নির্দেশ দেওয়া হয়। আবাদির কার্যালয় সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

আবাদি
২০১৪ সালের ২৯ জুন সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলের বিশাল এলাকা আর ইরাকের মধ্যাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা দখল করে স্বঘোষিত খিলাফতের ঘোষণা দেন আবু বকর আল-বাগদাদী। খিলাফতের রাজধানী বানানো হয় সিরিয়ার রাকা শহরকে। এর মধ্য দিয়ে গঠিত হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত বা আইএসআইএল, যা সংক্ষেপে আইএস নামে পরিচিতি পায়।  

২০১৭ সালের ১৭ নভেম্বর ইরাকের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তবর্তী রাওয়া শহরটি আইএসের দখল থেকে পুনরুদ্ধার করে। এটিই ছিল ইরাকে জঙ্গিদের সর্বশেষ শহর। ওই ঘটনার দুই দিন পর সিরিয়ার সেনাবাহিনী দেশটির বুকামাল শহর থেকে জঙ্গিদের হটিয়ে সিরিয়ার পতাকা উত্তোলন করে। শহরটি ছিল সিরিয়ায় আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি। ইরাক ও সিরিয়ার এই দুইটি শহর পুনরুদ্ধারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আইএসের সন্ত্রাসের চূড়ান্ত পরাজয় ঘটে। ইরাকে নারীসহ ৩০০-রও বেশি আইএস জঙ্গি এখন মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে, যার অন্তত ১শই বিদেশি। 

বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, আট বন্দিকে হত্যা করায় আইএসের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছেন আবাদি। অবিলম্বে আইএস জঙ্গিদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন তিনি। তবে শুধু তাদেরই শাস্তি কার্যকরের কথা বলা হয়েছে যাদের আপিলের আবেদন নিষ্পত্তি হয়েছে।

জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের তিনি বলেন, ‘এ জঙ্গি শাখাগুলোর বিরুদ্ধে আমাদের নিরাপত্তা বাহিনী ও সামরিক বাহিনীকে প্রতিশোধ নিতে হবে। আমরা প্রতিজ্ঞা করেছি, যারা এ ধরনের অপরাধ করবে তাদেরকে হত্যা করব নয়তো গ্রেফতার করব।’

উল্লেখ্য, বুধবার (২৭ জুন) বাগদাদের কাছের একটি সড়ক থেকে আটটি মরদেহ উদ্ধারের কথা জানায় ইরাকি সেনাবাহিনী। এর মধ্যে ছয়জনকে আইএস-এর হাতে অপহৃতদের ভিডিওতে দেখানো হয়েছিল। আইএস তখন দাবি করেছিল, তারা ইরাকি পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য।

 

/এফইউ/
সম্পর্কিত
চাপে পড়ে অস্ত্রভাণ্ডার সীমিত করার পথে হিজবুল্লাহ
ইসরায়েলি বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল, যেন এক বিশাল কারাগার
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
সর্বশেষ খবর
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই