X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষের প্রতিবাদ

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৮, ০৯:৫৮আপডেট : ০১ জুলাই ২০১৮, ১০:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসননীতির প্রতিবাদে শনিবার দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ মিছিল ও সমাবেশ করেছেন। প্রতিবাদকারীরা মেক্সিকো সীমান্তে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করা শিশুদের অবিলম্বে মিলিত করার দাবি জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষের প্রতিবাদ

হোয়াইট হাউসের একেবারে অপর পাশে বিক্ষোভকারীরা লাফায়েত স্কয়ার পার্কে জড়ো হন। সেখানে ছিল ক্ষোভ ও বেদনার পরিবেশ। এখান থেকে ক্যাপিটলের দিকে মিছিল এগিয়ে যায়।

বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্চেলেস, নিউ ইয়র্ক ও পোর্টল্যান্ডে রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। ওয়াশিংটনে অ্যালিসিয়া কিজ ও লিন-ম্যানুয়েল মিরান্ডার এবং লস অ্যাঞ্জেলেসে জন লিজেন্ডের মতো সেলিব্রেটিরা হাজির হয়েছিলেন।

মিছিল শুরুর আগে সেবাস্টিয়া মেডিনা-টায়াক নামের এক বিক্ষোভকারী ঘোষণা, আমরা সীমান্তে বিশ্বাস করি না, আমরা দেয়ালে বিশ্বাস করি না। পরিবারগুলোর একত্রে থাকা উচিত।

লাউড স্পিকারে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এক শিশুর কান্না বাজানো হয়। এক ব্রাজিলীয় মা ছেলেকে বিচ্ছিন্ন করার কথা তুলে ধরেন। ওই নারী বলেন, আমি ছেলের কাছ থেকে ৯ মাস বিচ্ছিন্ন। এটা হওয়ার কথা ছিল না।

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষের প্রতিবাদ

ওয়াশিংটনে মিছিলে অংশ নেওয়া ৫৯ বছরের স্কুল শিক্ষক বলেন, এটা খুব সুক্ষ্ণ বর্ণবাদ। ভালোমানুষেরা কিছু না করলে খারাপের জয় হয়। এই মিছিল অন্তত কিছু একটা করা।

৩৬ বছরের আইনজীবী রিতা মন্টয়ার জন্ম ক্যালিফোর্নিয়ায়। কিন্তু মেক্সিকান বংশোদ্ভূত। মিছিলে দুই ও চার বছরের দুই ছেলেকে নিয়ে প্রতিবাদ জানাতে হাজির হয়েছেন। বলেন, আমরা অভিবাসীদের সন্তান। এই দেশ আমাদের যা করেছে সেটা আমরা অনেক আগেই শোধ করেছি। এখন এই দেশের উচিত আমাদের সামান্য শ্রদ্ধা জানানো।

৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও বিক্ষোভকারীরা ‘লজ্জা! লজ্জা!’ বলে স্লোগান দেন। অবশ্য ট্রাম্প বিক্ষোভকারীদের স্লোগান শুনতে পাননি। কারণ তখন তিনি নিউ জার্সিতে অবস্থান করছিলেন। তবে অনেক বিক্ষোভকারী তার মোটর বহরে পাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। এসব প্ল্যাকার্ডের অভিবাসননীতির সমালোচনা লেখা ছিল। একটিতে লেখা ছিল, রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা অপরাধী না।

অভিবাসন ইস্যুতে নিজের অবস্থানের পক্ষে টুইটারে যুক্তি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, অবৈধভাবে যখন কেউ আমাদের দেশে আসবে তখন আমাদের অবশ্যই তাদের দ্রুত ফেরত পাঠানো উচিত। বছর বছর ধরে আইনি জটিলতায় যাওয়ার কোনও অর্থ হয় না।

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষের প্রতিবাদ

মে মাসের শুরুর দিকে ট্রাম্প মেক্সিকো সীমান্তে অবৈধভাবে প্রবেশকারীদের গ্রেফতারের নির্দেশ দেন। অভিযান শুরু হলে আটক পরিবারগুলোর কাছ থেকে তাদের সন্তানদের বিচ্ছিন্ন করা হয়। এরপরই যুক্তরাষ্ট্র ও বিদেশে শিশুদের বিচ্ছিন্ন করার প্রতিবাদ ও নিন্দা শুরু হয়। পরে ট্রাম্প এক নির্বাহী নির্দেশে শিশুদের বিচ্ছিন্ন করা বন্ধের নির্দেশ দেন।

অবশ্য শুক্রবার প্রশাসনের কর্মকর্তারা আদালতকে জানিয়েছেন, তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশকারীদের গ্রেফতার করা বন্ধ করবে না। এখন বাবা-মায়ের সঙ্গে তাদের সন্তানদেরও আটক রাখা হবে।

গত সপ্তাহে প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, এখনও পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে প্রায় ২ হাজার শিশু।

 

/এএ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি