X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সাক্ষাৎকারে বিপাকে থেরেসা মে

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৫:১৩আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৫:১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বহুদিন থেকেই বলে আসছেন, তার ব্রেক্সিট পরিকল্পনা যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধিতে সহায়ক হবে। তবে বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, থেরেসার ব্রেক্সিট পরিকল্পনা সফল হবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে না গিয়ে ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারে। এমন সময় ট্রাম্পের এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যখন ব্রেক্সিট প্রশ্নে যুক্তরাজ্যে ঝড় চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের সদ্য প্রকাশিত এই সাক্ষাৎকার থেরেসার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্পের সাক্ষাৎকারে বিপাকে থেরেসা মে

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা সফল হলে তা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, থেরেসা মে’র পরিকল্পনা সফল হলে যুক্তরাষ্ট্র কেবল যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নাও করতে পারে। এর পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চু্ক্তির পথে যেতে পারে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রাজনীতি বিষয়ক সম্পাদক লরা কুজেনবার্গ বলেন, থেরেসা মে সবসময়েই দাবি করছিলেন ব্রেক্সিট পরবর্তী পরিকল্পনায় তাদের বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে। কিন্তু ট্রাম্পের এই সাক্ষাতকার প্রকাশিত হওয়ার পর বিপাকে পড়ে গেছেন তিনি।

সাক্ষাতকারে ট্রাম্প বলেন, সদ্য পদত্যাগ করা পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে খুবই ভালো কাজ করবেন। তিনি বলেন, `তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সব যোগ্যতাই দেখতে পাই আমি।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এক্ষুণি ইইউর সঙ্গে বাণিজ্যে যেতে চাচ্ছেন না কারণ তারা যুক্তরাষ্ট্রকে যথাযথ মূল্যায়ন করেনি। যুক্তরাজ্যের কনজারভেটিভ এমপি সারাহ ওলাস্টো  একে ‘বিভেদ সৃষ্টিকারী’ ও ‘দ্বিমুখী’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ট্রাম্পের এই নীতির জন্য যদি ব্রেক্সিট পরিকল্পনা করা হয় তবে সেটা যথেষ্ট নয়।’

ট্রাম্পের সাক্ষাৎকারে বিপাকে থেরেসা মে

নয় মাসেরও কম সময়ের মধ্যে ব্রেক্সিট পরিকল্পনার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। ইউরোপের ২৭ দেশের জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক কেমন হবে তা নিয়ে এখনও মতবিরোধ মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ব্যবসা-বান্ধব’ ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন থেরেসা মে। তবে এতে সায় না থাকায় পদত্যাগ করেছেন তার চরম রক্ষণশীল পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও ব্রেক্সিট বিষয় মন্ত্রী ডেভিড ডেভিস। এই ইস্যুতে অপেক্ষাকৃত উদারদের সঙ্গে তীব্র মতবিরোধ রয়েছে কট্টর রক্ষণশীলদের। ফলে সংসদে তার আস্থা ভোটের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এমন সময়ে ডোনাল্ড ট্রাম্পও চুক্তি বাতিলের ব্যাপারে আভাস দিলেন। তবে যুক্তরাজ্যের পক্ষ থেকে এই মন্তব্যের ব্যাপারে এখনও কিছু বলা হয়নি।

এদিকে লেবার এমপি ফিল উইলসন বলেছেন, ট্রাম্পের মন্তব্যে এটাই পরিষ্কার হয় যে ব্রেক্সিট পরিকল্পনা দিন দিন খারাপ হচ্ছে। তিনি বলেন, ‘থেরেসা মে সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি করা যায়। তবে ট্রাম্পই এখন ব্রেক্সিটের বিপক্ষে অবস্থান করলেন।’

সাক্ষাতকার প্রকাশের দিনই যুক্তরাজ্য সরকার ইইউ এর সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে একটি নীতি প্রকাশ করে। এতে দেখা যায় ইইউর সাথে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রাখা হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে সীমান্তে কড়াকাড়িও নেই।  ট্রাম্প আগেও বলেছিলেন, ব্রিটিশ নাগরিকরা যেই ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন সেটা পাচ্ছে না তারা। আর থেরেসা মে’র দাবি, ‘আমরা ইইউয়ের সঙ্গে এমন এক চুক্তিতে যাচ্ছি যার মাধ্যমে ব্রিটিশ জনগণ যা চেয়েছিলেন তা বাস্তবায়ন সম্ভব হবে।’

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সর্বশেষ খবর
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ