X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা

পরমাণু নিরস্ত্রীকরণে কোনও পদক্ষেপই নেয়নি উ. কোরিয়া, বহাল থাকছে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৮, ১১:৩৭আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৩:০১

উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু নিরস্ত্রীকরণে কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আপাতত দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের কোনও পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। জুন মাসে দুই দেশের শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প আর কিম জং উন এক ঐতিহাসিক বৈঠক শেষে উ. কোরীয় নিরস্ত্রীকরণের বিপরীতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলে সম্মত হন। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জন বোল্টন জানান, উত্তর কোরিয়া নিরস্ত্র্রীকরণের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার পর নিষেধাজ্ঞা শিথিলের পথে যাবে তারা।  

ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতাই পারমাণবিক নিরস্ত্রীকরেণ কাজ করতে প্রতিশ্রুতি দেন। এর পরপরই ট্রাম্প জানান উত্তর কোরিয়া এখন আর পারমাণবিক হুমকি নয়। তবে এই বিষয়ে উত্তর কোরিয়ার কোনও সুনির্দিষ্ট সময়সীমা ও প্রতিশ্রুতি আদায় করতে না পারায় দেশের সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। মঙ্গলবার বোল্টন জানিয়েছেন, ট্রাম্প ও কিমের ১২ জুনের বৈঠকের পর সিঙ্গাপুর ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র কাজ করছে। তিনি অভিযোগ করেন, ‘নিরস্ত্রীকরণের ক্ষেত্রে যে  বিষয়গুলোকে আমরা অপরিহার্য বিবেচনা করি, উত্তর কোরিয়া এখনও তেমন কোনও পদক্ষেপ নেয়নি। আসলে আমাদের মধ্যে আলোচনা প্রয়োজন। উত্তর কোরিয়ার দিক থেকে পরমাণু নিরস্ত্রীকরণে পদক্ষেপ দরকার।’ 

নতুন কোনও বৈঠকের বিষয়ে জানতে চাইলে বোল্টন বলেন, কিমকে পাঠানো সাম্প্রতিক চিঠিতে ট্রাম্প পম্পেওকে আবারও উত্তর কোরিয়ায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন। এছাড়া তিনি নিজেও যেকোনও সময় কিমের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। গত রবিবার সিঙ্গাপুরে এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সময় উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং হো’র হাতে ওই চিঠি তুলে দেওয়া হয়েছে। তবে সাক্ষাৎকালে রি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র  আলোচনার বিষয়ে ‘ভয়ংকর অধৈর্য্য’ দেখিয়েছে। বৈঠকে স্বাক্ষরিত সমঝোতার পরও উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্লুটোনিয়াম উৎপাদন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তারপরও  দেশটিকে কতদিন সময় দিতে চায় যুক্তরাষ্ট্র; এমন প্রশ্নের জবাবে বোল্টন বলেন, এটা উত্তর কোরিয়ার মনোভাবের ওপর নির্ভর করবে। তিনি বলেন, ‘যদি তারা পরমাণু অস্ত্র ত্যাগের কৌশলগত সিদ্ধান্ত নেয়, তারা তা এক বছরের মধ্যে করতে পারে। এই কৌশলগত সিদ্ধান্ত হয়েছে আমরা এমন প্রমাণের জন্য অপেক্ষা করছি।’

গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ বন্ধ করবেন। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা যেহেতু একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে আমি মনে করি যুদ্ধ যুদ্ধ খেলা অযথার্থ।’ মহড়া বন্ধের ঘোষণা দিলেও কোরীয় উপদ্বীপ থেকে এক্ষুণি সেনা প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই বলেও জানান ট্রাম্প। উত্তর কোরীয় সরকারের সঙ্গে সম্পর্কের উষ্ণতাকে প্রতিফলিত করে ১৯ জুন পেন্টাগন জানায়, আগস্টে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পূর্বনির্ধারিত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে।

/আরএ/বিএ/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ মহানগর আ. লীগ নেতার
শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ মহানগর আ. লীগ নেতার
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে