X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সিরিয়া পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:১০

সিরিয়া পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু’র সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সময় বিশেষ করে সিরিয়ার ইদলিব ও মানবিজ নিয়ে কথা বলেন দুই নেতা। আলোচনা হয় দ্বিপাক্ষিক নানা ইস্যুতেও। তুর্কি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সিরিয়া পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নুয়ার্ট বলেন, মাইক পম্পেও এবং মেভলুত কাভুসোগুলু এ ব্যাপারে একমত হয়েছেন যে, সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর যে কোনও ধরনের সামরিক অভিযান অগ্রহণযোগ্য। এ ধরনের অভিযান সংঘাত আরও বাড়িয়ে তুলবে। এ সময় তারা সিরিয়া ইস্যুতে সাধারণ উদ্বেগ মোকাবিলার অঙ্গীকার করেন।

এর আগে মঙ্গলবার সিরিয়ার বিদ্রোহীদের শেষ ঘাঁটি ইদলিবে বিমান হামলা শুরু করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী এবং আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়া। আগামী শুক্রবার ইরানে আসাদের এই অভিযান নিয়ে আলোচনায় বসার কথা ছিল রাশিয়া, তুরস্ক ও ইরানের। তবে তার আগেই মঙ্গলবার রাশিয়া হামলা শুরু করে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার সিরিয়াজুড়ে বিদ্রোহীদের দমন করতে পারলেও ইদলিবে এখনও বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে, দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধের শেষ বড় ধরনের লড়াই হবে এখানেই। জাতিসংঘের তথ্য অনুসারে,  ইদলিবে এখনও ১০ হাজার আল-নসুরা ও আল-কায়েদা সদস্য অবস্থান করছে। সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, তারা বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি ইদলিবে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষিতে ট্রাম্প টুইটারে হুঁশিয়ারি জানিয়ে বলেন, এই বেপরোয়া অভিযান হবে বড় ধরনের মানবিক ভুল এবং এই অভিযানে কয়েক হাজার মানুষ প্রাণ হারাতে পারে। সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি বলেছেন, ইদলিবে আসাদ, রাশিয়া ও ইরানের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সবাই। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইদলিবে হামলা চালালে সেখানে ‘রক্তবন্যা’ হয়ে যেতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার থেকে অন্তত ২৪টি হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এই হামলা শেষ হয়। ইদলিবের পশ্চিমাঞ্চলীয় জিস আল শুগরেই মূলত এই হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয়ে এর চারপাশে থাকা ছোট শহর ও গ্রামগুলোও।

হোয়াইট হেলমেটস নামে খ্যাত সিরিয়ার সিভিল ডিফেন্স জানায়, বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ