X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সোমালিয়ার সরকারি ভবনে আত্মঘাতী হামলা

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৬

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সরকারি ভবনে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সোমালিয়ার সরকারি ভবনে আত্মঘাতী হামলা পুলিশ কর্মকর্তা মেজর মোহামেদ নূর বলেন, ‘মোগাদিসুর হোডান জেলা অফিসে একটি বোমাসহ গাড়ি ঢুকে পড়ে। এতে হতাহতের ঘটনাও ঘটে। তবে আমরা এখনও নির্দিষ্ট কোন সংখ্যা বলতে পারছি না।’

শহরের আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে, তাদের অ্যাম্বুলেন্সে করে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবিতে দেখা গেছে, হোদান জেলার ওই ভবনের একটি দেয়াল বিস্ফোরণের পর ধ্বংস হয়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দূর থেকে বোমা ও গুলির শব্দ পেয়েছেন। কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে। হুসেন ওসমান নামে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, জেলা অফিসে একটি গাড়ি দ্রুতে গতিতে ঢুকে যায়। কি হয়েছে দেখতে আমি সেখানে দৌঁড়ে যাই। র থেকে দেখি ভবনটি পুরো ধ্বংস হয়ে গেছে। আমি আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেছি কিন্তু ঠিক কতজন মারা গেছে সেটা জানি না। আমি পাঁচজনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখেছি।।

এখন পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। এর আগে চলতি মাসের শুরুর দিকে মোগাদিসুতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছিলেন। আহত হন আরও ১৫ জন। সেই হামলার দায় স্বীকার করেছিলো আল-শাবাব।

/এমএইচ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?