X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ার অস্ত্র ব্যবসা কেড়ে নিতে চায় যুক্তরাষ্ট্র: ক্রেমলিন

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে অস্ত্র ব্যবসা কেড়ে নেওয়ার পাঁয়তারার অভিযোগ করেছে মস্কো। শুক্রবার রুশ প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন অভিযোগ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বেছে বেছে রাশিয়ার অস্ত্র ক্রেতাদের পাশাপাশি রুশ সামরিক বাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। আন্তর্জাতিক অস্ত্রের বাজার থেকে রাশিয়াকে সরিয়ে দেয়ার অশুভ লক্ষ্যে ওয়াশিংটন এই অনৈতিক খেলা খেলছে।

দিমিত্রি পেসকভ দিমিত্রি পেসকভ বলেন, একটি অসুস্থ ও নীতিহীন প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক সমরাস্ত্রের বাজার থেকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়ে চায় আমেরিকা।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার কাছ থেকে জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য সামরিক সরঞ্জাম কেনায় চীনের একটি সামরিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মস্কো।

শুক্রবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে। এই খেলা বোকামি এবং তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের দাবি, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনায় জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে চীন। অপরদিকে রাশিয়া বরাবরই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে। মস্কো বলছে, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার যে প্রবণতা তা ভুল পথে পরিচালিত হচ্ছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের এই অভ্যাস বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে এবং তা বিপজ্জনক পদক্ষেপের অংশ।

সের্গেই রিয়াবকভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা যুক্তরাষ্ট্রের জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। ২০১১ সালের পর ৬০টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ওয়াশিংটন কখনও মস্কোকে নিজের ইচ্ছামতো পরিচালনায় সফল হবে না। সূত্র: ইন্ডিপেনডেন্ট, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার