ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্রের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জাতিসংঘের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
ইন্দোনেশিয়ায় শুক্রবারের (২৮ সেপ্টেম্বর) প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামিতে রবিবার সকাল পর্যন্ত ৪২০ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। কর্তৃপক্ষ জানিয়েছে, উপদ্রুত এলাকায় দেড় শতাধিক আফটার শক অনুভূত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। এমন বাস্তবতায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গুরুতর আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিকম্প ও সুনামিতে নিহতদের পরিবার ও সে দেশের সরকারকে সমবেদনা জানিয়েছেন গুতেরেস। জাতিসংঘ সেখানকার উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
২৮ সেপ্টেম্বর শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। শহরটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস। সেখানে কম্পনের পর ছোট্ট শহর পালুতে আছড়ে পড়ে প্রলয়ঙ্করী সুনামির ঢেউ। সুউচ্চ ঢেউ লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় এলাকা। শুক্রবারের কম্পন ও সুনামির পর শনিবার উপকূলে সন্ধান মিলেছে বহু মরদেহের।