X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভারতে পুতিন, মার্কিন হুমকি উপেক্ষা করে প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৮, ১১:১২আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১১:১৯
image

দুইদিনের সফরে বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৫ অক্টোবর) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। এ বৈঠকে দুই দেশ গুরুত্ব প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার প্রসঙ্গটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাশিয়ার কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে যুক্তরাষ্ট্র ভারতের ‌ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে। 

পুতিনকে অভ্যর্থনা জানান মোদি
বৃহস্পতিবার রাতে পুতিন ভারতে পৌঁছানোর পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভ্যর্থনা জানান। দেখা হতেই পুতিনকে জড়িয়ে ধরেন মোদি। পরে দুইজনে একসঙ্গে নৈশভোজ সারেন। নৈশভোজের পাশাপাশি দুজনে একান্তে বেশ কিছুটা সময় কথাও বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে ভারতে এসেছেন রুশ ডেপুটি প্রধানমন্ত্রী ইউরি বরিসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্তুরভ। শুক্রবার (৫ অক্টোবর) মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন পুতিন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আভাস দিয়েছে, মোদি-পুতিনের বৈঠকে সর্বোচ্চ প্রাধান্য পাবে ভারত-রাশিয়া এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম চুক্তি সইযের প্রসঙ্গ। এছাড়াও মহাকাশ গবেষণা ও শক্তি নির্ভর আরও কয়েকটি চুক্তি হতে পারে। পুতিনের ভারত সফরের আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, দুই রাষ্ট্রপ্রধান ২০টির বেশি চুক্তিতে সই করতে পারেন। যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, মহাকাশ, বাণিজ্য, শক্তি, পর্যটন ও অন্যান্য ক্ষেত্র। শুক্রবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করার কথা ভ্লাদিমির পুতিনের।

উল্লেখ্য, রুশ সমরাস্ত্র ক্রয় তালিকার শীর্ষে রয়েছে চীন,ভারত ও ভিয়েতনাম। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে চীন এসইউ-৩৫ জঙ্গিবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিক্রিয়ায় বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। একে ‘তাৎপর্যপূর্ণ লেনদেন’ আখ্যা দিয়ে মার্কিন প্রশাসন বলেছে, রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে ভারতের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এর আগে আগস্টের শেষ সপ্তাহে রাশিয়া থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি কিনলে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। সংস্থাটির শীর্ষ কর্মকর্তা র‍্যানডাল স্ক্রিভার সে সময় বলেছিলেন, ভারত যদি রাশিয়া থেকে অস্ত্র কেনে তবে নিষেধাজ্ঞা থেকে দেশটির সহজে অব্যাহতি মিলবে এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।   

ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে উত্তেজনার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তখন বলা হয়, রাশিয়ার সঙ্গে যে কোনো দেশের প্রতিরক্ষা ও তথ্য সংক্রান্ত সংযুক্তি হলে সে দেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে নতুন মার্কিন প্রতিরক্ষা বিল অনুযায়ী,বিভিন্ন দেশের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

/এফইউ/
সম্পর্কিত
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার