X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের শিক্ষা প্রদানে সিসিম স্ট্রিটের মাপেট

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
১০ ডিসেম্বর ২০১৮, ১৪:০৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:০৯
image

অসহায় রোহিঙ্গা শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিশুবিষয়ক টিভি অনুষ্ঠান সিসিম স্ট্রিটের সঙ্গে হাতে হাত মিলিয়েছে লেগো ফাউন্ডেশন। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শিশুদের জন্য খেলাধুলাভিত্তিক শিক্ষার ব্যবস্থা করতে এবং তাদের দক্ষতা বাড়াতে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রথমবারের মতো এ ধরনের প্রচেষ্টার অংশ হিসেবে এ সপ্তাহে সিসিম স্ট্রিটের নির্মাতা প্রতিষ্ঠান সিসিম ওয়ার্কশপের জন্য ১০ কোটি মার্কিন ডলার সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে লেগো ফাউন্ডেশন। ছয় বছরের কম বয়সীদের জন্য খেলতে খেলতে শেখার অনুষ্ঠান তৈরিতে এ অর্থ ব্যয় করা হবে।

পরিবারের সঙ্গে রোহিঙ্গা শিশু
লেগো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জন গুডউয়িন বলেন, ‘সংকটে থাকা শিশুদেরকে খেলাধুলাভিত্তিক শিক্ষা প্রদানের মধ্য দিয়ে আমরা তাদের বাস্তুচ্যুতি ও ট্রমার দীর্ঘমেয়াদী ও ক্ষতিকর প্রভাব কমাতে সহায়তা করতে পারব।’    

ব্র্যাক, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল টাইজ ফর চিলড্রেনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে সিসিম ওয়ার্কশপ। অক্ষর ও সংখ্যা পরিচিতির মতো মৌলিক বিষয়গুলো শেখানোই এর লক্ষ্য। চাপ ও ভোগান্তির প্রভাবগুলো মোকাবিলায় সামাজিক ও মনোগত বিকাশের ওপরও জোর দেওয়া হবে। একইসঙ্গে বাস্তুচ্যুত শিশু এবং তাদের আশ্রয়দাতা কমিউনিটির কিছু শিশুকে (যারা সম্ভাব্য বন্ধু) এ শিক্ষা প্রদান করা হবে।   

সিসিম স্ট্রিট মুপেটস-এর শক্তির দিকটিকে এক্ষেত্রে বিবেচনায় রাখা হচ্ছে। খেলাধুলাকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করা হবে এবং সেগুলো পরিবার-বান্ধব মোবাইল ও পপ-আপ ভিউয়িং-এর মধ্য দিয়ে আশ্রয়কৃত রোহিঙ্গা ও স্থানীয় কমিউনিটির সঙ্গে শেয়ার করা হবে।

সিসিম স্ট্রিট অনুষ্ঠানের বাংলাদেশি সংস্করণ সিসিমপুরের মতো গ্লোবাল সিসিমের কন্টেন্টও এক্ষেত্রে ব্যবহার করা হবে।

নতুন কন্টেন্টগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই অ্যানিমেটেড ও শব্দহীন ফরম্যাট ব্যবহার করা হবে। সেকারণে বাস্তুচ্যুত শিশুরা যেখানেই থাকুক আর যে ভাষাতেই কথা বলুক না কেন তাদের প্রয়োজন পূরণে এগুলো ব্যবহার করা যেতে পারে।



সিসিম ওয়ার্কশপ-এর গ্লোবাল ইমপ্যাক্ট অ্যান্ড ফিলানথ্রপি’র প্রেসিডেন্ট শেরি ওয়েস্টিন বলেন, ‘শিশুদের স্বাস্থ্যকর বিকাশের জন্য খেলাধুলা জরুরি। যত্নশীল প্রাপ্তবয়স্কদের সঙ্গে মিথষ্ক্রিয়ায় জড়িয়ে শিশুদের শেখার যে স্বাভাবিক কৌতুহল তাকেও উৎসাহিত করতে হবে।’

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে ৬ কোটি ৮৫ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় দিন কাটাচ্ছে। এর মধ্যে আড়াই কোটি মানুষ শরণার্থী। এর অর্ধেক আবার শিশু। শরণার্থীদেরকে গড়ে ১০ বছর করে বাস্তুসংস্থানের অভিজ্ঞতা লাভ করতে হয়, সেকারণে লাখ লাখ শিশুকে তাদের শৈশবের একটি উল্লেখযোগ্য অংশই কাটাতে হয় প্রাথমিক শিশু বিকাশজনিত সযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবস্থায়।  

বর্তমানে শিক্ষা খাতে বৈশ্বিক মানবিক সহায়তার তিন শতাংশেরও কম ব্যয় হয়। আর শিশুদের সুবিধায় ব্যয় করা হয় এর খুবই সামান্য একটি অংশ। শৈশবে প্রাথমিক শিক্ষা প্রদানের বিষয়টি শিশু ও তাদের কমিউনিটি দুই পক্ষের জন্যই তাৎক্ষণিক ও দীর্ঘমেযাদী সুবিধা নিশ্চিত করে বলে স্পষ্ট প্রমাণ থাকার পরও উদ্যোগ নেওয়া হয় না।

বাংলাদেশে কক্সবাজারের ক্যাম্পে সাত লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিলেও রাষ্ট্রীয় পরিচালনাধীন স্কুলগুলোতে তাদের শিক্ষাগ্রহণের সুযোগ নেই। লেগো ফাউন্ডেশন বোর্ডের চেয়ারম্যান থমাস ক্রিক ক্রিস্টিয়ানসেন বলেন, ‘আমরা তহবিল প্রদানকারী, মানবিক সহায়তা প্রদানকারী, বিশ্বনেতা ও সরকারদেরকে উদ্যোগ নিতে উৎসাহিত করতে পারব বলে আশা করি। এবং মানবিক সংকটে থাকা শিশুরা যেন শৈশবের শুরুর দিকেই খেলাধুলাভিত্তিক বিকাশ লাভ করতে পারে তা নিশ্চিত করাকে জরুরিভাবে অগ্রাধিকার দিতে হবে। মানবিক সহায়তাজনিত অগ্রগতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও তা ব্যাপকভাবে উপেক্ষিত।’

 

 

/এফইউ/
সম্পর্কিত
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার