X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রহস্যাবৃত জীবনের আরও এক তথ্য সামনে আনলেন পুতিন

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৪১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৭:০১

নিজের রহস্যাবৃত জীবনের আরও খানিকটা জনসম্মুখে আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, সোভিয়েত আমলে একটি আর্টিলারি ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলেন তিনি। প্রথমবারের মতো সোভিয়েত যুগের সামরিক নেতৃত্বে থাকার এই তথ্য দিলেন তিনি। পুতিনের আনুষ্ঠানিক আত্মজীবনীতেও লেফটেন্যান্ট হিসেবে সামরিক ব্যাজ থাকা বা আর্টিলারি ব্যাটালিয়নের কমান্ডার থাকার কোনও উল্লেখ ছিল না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

 

সোমবার সেন্ট পিটার্সবার্গের পিটার অ্যান্ড পল দুর্গ সফর করেন পুতিন। সেখানে কামানের গোলা ছোড়ার প্রাত্যহিক কার্যক্রমেও অংশ নেন রুশ প্রেসিডেন্ট। সেই সফরের একপর্যায়ে নিজের জীবন নিয়ে নতুন এই তথ্য তুলে ধরেন তিনি। গোলা নিক্ষেপ কার্যক্রমের পর ক্রেমলিনের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে পুতিন বলেন, ‘হাওটজার আর্টিলারি...১২২ মিমি (ক্যালিবার) ব্যাটালিয়নের কমান্ডার ও গোলন্দাজ বাহিনীর সদস্য হিসেবে আমি লেফটেন্যান্ট র‍্যাংক অর্জন করেছিলাম।’ তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালে লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করার পরই তিনি কেজিবি’তে যোগ দেন। সোভিয়েত নিরাপত্তা সংস্থায় ১৬ বছর দায়িত্ব পালন করে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে তিনি কেজিবি’র লেফটেন্যান্ট কর্নেল র‍্যাংক অর্জন করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, সোভিয়েত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা শারীরিকভাবে সক্ষম সব শিক্ষার্থীকেই সামরিক প্রশিক্ষণ নিতে হতো। এই প্রশিক্ষণের পর তারা অতিরিক্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে র‍্যাংক পেতেন। আর পুতিন সম্ভবত এই র‍্যাংকের কথাই উল্লেখ করেছেন। সম্প্রতি জার্মানির একটি আর্কাইভে পূর্ব জার্মানির গোপন পুলিশ বাহিনীতে পুতিনের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে এই পরিচয়পত্র ইস্যু হওয়ার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ক্রেমলিন।

১৯৮০ দশকে পূর্ব জামানির শহর ড্রেসডেনে কেজিবি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন পুতিন। সে সময় পুতিনের কার্যক্রম সম্পর্কে বিশ্বাসযোগ্য খুব বেশি তথ্য জানা যায়নি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সে সময় ওই শহরে কর্মরত বা পড়াশোনারত বিদেশিদের ফাঁদে ফেলা বা তাদের দলে ভিড়ানোর চেষ্টা করে থাকতে পারেন তিনি। এছাড়া কেজিবিতে কাজ করার সময়ে গোয়েন্দা প্রতিরোধ কর্মকাণ্ডে কাজ করতেন বলে জানা যায়। কোনও কোনও প্রতিবেদনে বলা হয়ে থাকে, সোভিয়েতের রাজনৈতিক বিরোধীদের ওপর নজরদারির দায়িত্ব ছিল তার ওপর। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি কখনও।

/জেজে/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম লঙ্ঘনের অভিযোগ এস্তোনিয়ার
সর্বশেষ খবর
বিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদবিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
শ্রমিক লীগের জনসভা শুরু
শ্রমিক লীগের জনসভা শুরু
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা