X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গ্যাবনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৭:৩৩আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫

অভ্যুত্থান চেষ্টা নস্যাতের পর শনিবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো। স্ট্রোক থেকে সেরে উঠতে দুই মাসের জন্য মরোক্কতে  থাকা বঙ্গোর পক্ষে শনিবার এই ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গ্যাবনের নতুন প্রধানমন্ত্রী জুলিয়েন কোগে বিকালে
গত সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় রাষ্ট্রীয় রেডিও স্টেশন দখল করে সেনা সদস্যরা ‘জাতীয় পুনর্গঠন পরিষদ’-এর ঘোষণা দেয়। তাদের দাবি,তারা গণতন্ত্র পুনর্গঠনে এই অভিযান চালিয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাদের হত্যা বা গ্রেফতারের মধ্য দিয়ে সেই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাত করে দেয় সরকার।

শনিবার গ্যাবনের প্রেসিডেন্টের সচিব টেলিভিশনে সম্প্রচারিত এক ডিক্রি পড়ে শোনান। ওই ডিক্রিতে বলা হয় প্রধানমন্ত্রী হিসেবে জুলিয়েন কোগে বিকালে’র নাম ঘোষণা করেছে প্রেসিডেন্ট বঙ্গো। ২০১৬ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা এমানুয়েল ইসোজে গন্ডেকে সরিয়ে দায়িত্ব নেবেন জুলিয়েন কোগে বিকালে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসোজে গন্ডের মেয়াদে দেশটির তেল উৎপাদন কমে যায়, বেড়ে যায় দেশটির জাতীয় ঋণ। তেল কর্মীদের ধর্মঘট তার মেয়াদে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ২ শতাংশ। অথচ ২০১১ সালে দেশটির প্রবৃদ্ধি ছিল ৭ শতাংশ।

গ্যাবনে বিগত ৫০ বছর ধরে একটি পরিবারই ক্ষমতায় ছিল। ২০০৯ সালে দেশটির ক্ষমতায় আসেন সাবেক প্রেসিডেন্ট ওমর বঙ্গোর ছেলে আলি বঙ্গো। তিনি ২০১৬ সালে সহিংসতাপূর্ণ এক নির্বাচনে খুবই অল্প ব্যবধানে আবার জয় পান।  নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া জুলিয়েন কোগে বিকালে ২০০৯ সাল থেকেই বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসছেন। তাকে মনোনয়ন দিয়ে বাবার মতোই ফ্যাং নৃতাত্তিক গোষ্ঠীর একজনকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার প্রথা রক্ষা করলেন আলি বঙ্গো।

/জেজে/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি