X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রাখাইনে লুটেরা হানাদারের ভূমিকায় মিয়ানমার সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৯, ১৫:২৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৫:৪১

রাখাইন প্রদেশে হানাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মিয়ানমার সেনাবাহিনী। বিভিন্ন গ্রামের মানুষ অভিযোগ তুলেছে, আরাকান আর্মির বিরুদ্ধে অভিযানের নামে তাদের সোনা, অলংকার, মোবাইলফোন, ও নগদ অর্থ লুট করছে সেনারা। বিভিন্ন বাড়ির দেয়াল গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে সংশ্লিষ্ট সেনা ব্রিগেড। আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে নিরাপরাধ নাগরিকদের ভুক্তভোগী বানানোরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেনাবাহিনীর দাবি, কোনও অভিযানই চলছে না সেখানে। মিয়ানমার সংসদের নিম্ন কক্ষের একজন ও রাখাইন প্রাদেশিক পরিষদের একজন সংসদ সদস্য সংবাদমাধ্যম ইরাবতিকে জানিয়েছেন, স্থানীয়দের এসব অভিযোগের পাশাপাশি অভিযানে এক শিশুর মৃত্যু হওয়ার বিষয়েও তারা তদন্তের দাবি জানাবেন।

রাখাইনে লুটেরা হানাদারের ভূমিকায় মিয়ানমার সেনাবাহিনী

বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও সংখ্যাগুরু বামারদের চেয়ে নৃতাত্ত্বিক পরিচয়ে ভিন্ন রাখাইনের আরাকানিরা। নিজেদের ইতিহাস আর সংস্কৃতিকে সামনে আনতে চাওয়া মিয়ানমারের সংখ্যালঘু নৃগোষ্ঠীটির সদস্যদের নিয়ে গঠিত আরাকান আর্মি। আত্মনিয়ন্ত্রণের দাবি তুলে প্রায় এক দশক আগে শুরু হয় তাদের সাংগঠনিক কার্যক্রম। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে আরাকনি গ্রামবাসীদের হতে হয়েছে বাস্তচ্যুত। গত ২৫ জানুয়ারি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, যে বৌদ্ধরা মাত্র ১৮ মাস আগে রোহিঙ্গাদের তাড়াতে মিয়ানমার সেনাবাহিনীকে সহায়তা করেছে, বৌদ্ধ হওয়া সত্ত্বেও আজ তাদেরকে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে ঘরছাড়া হতে হচ্ছে।

রাখাইন প্রদেশের রথেডং টাউনশিপের একটি গ্রামে মিয়ানমার সেনাবাহিনী গত শনিবার (২৬ জানুয়ারি) অভিযান চালিয়েছিল। গ্রামবাসীদের দেওয়া তথ্য থেকে তাদেরকে চিহ্নিত করা গেছে। রাখাইন প্রাদেশিক পরিষদের একজন সংসদ সদস্য বলেছেন, ৯৯তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের সেনা সদস্যরা দূরনিয়ন্ত্রিত মাইন বিস্ফোরণের মাধ্যমে হামলার শিকার হওয়ায় পাল্টা হামলা চালিয়েছে। তাদের অভিযানের সময় আহত সাত বছরের একটি শিশু। প্রথমে তাকে সিতওয়ে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোমবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় ইয়াঙ্গুন জেনারেল হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

৯৯তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রামবাসী সোনা, অলংকার, নগদ অর্থসহ কয়েক ডজন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে। উ থান নাইং নামের রাখাইন প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য জানিয়েছেন, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সেখানে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া ঘর-বাড়ি দেখেছেন। রাখাইন প্রাদেশিক পরিষদে তিনি এসব ঘটনা সম্পর্কে প্রশ্ন তুলবেন । উ থান নাইংয়ের ভাষ্য, ‘আগামী ১৩ ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমি একটি অস্ত্রবিরতির প্রস্তাব উত্থাপন করব এবং একই সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর এ ধরনের অভিযানের বিষয়ে জানতে চাইব। দুই পক্ষেরই উচিত সংঘাত বন্ধ করা এবং আলোচনার মাধ্যমে একটি সমাধানে উপনীত হওয়া।’

মিয়ানমার সংসদের নিম্ন কক্ষের সংসদ সদস্য ড খিন সঅ ওয়েই ইরাবতী কে বলেছেন, ‘সেনাবাহিনী তাদের লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ চালিয়ে যেতে পারে কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে নিরপরাধ সাধারণ নাগরিকদের ক্ষতি আমার কাছে একেবারেই অগ্রহণযোগ্য। স্থানীয়রা আমার কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। কর্তৃপক্ষর উচিত এ বিষয়ে তদন্ত করা।’

মিয়ানমারের আইনপ্রণেতারা জানিয়েছেন, নিরীহ নাগরিকরা নিপীড়িত হচ্ছেন সন্দেহের শিকার হওয়ার সূত্রেও। আরাকান আর্মিকে সহায়তা করে, এমন সন্দেহে ‘আনলফুল অ্যাসোসিয়েশন অ্যাক্টের’ ধারা ব্যবহার করে নাগরিকদের অভিযুক্ত করছে মিয়ানমার সেনাবাহিনী। দুই সংসদ সদস্যই সংবাদমাধ্যম ইরাবতীকে বলেছেন, সেনাবাহিনী প্রধানের কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেবেন তারা।

এসব অভিযোগের বিষয়ে মিয়ানমার সেনাবাহিনী প্রধানের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন দাবি করেছেন, সেনাবাহিনী সেখানে কোনও অভিযান পরিচালনা করছে না। 

/এএমএ/বিএ
সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করার টিপস জেনে নিন
পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করার টিপস জেনে নিন
ইইউবির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
ইইউবির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!