X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ১১:৪৯আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:৫১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে ভারতের এক স্পেশাল পুলিশ কর্মকর্তা (এসপিও) নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে কাশ্মিরের সোপিয়ান জেলায় ভেহিল গ্রামে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন খুশবু জান নামের ওই নারী পুলিশ কর্মকর্তা। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে ‘জঙ্গিদের’ সন্ধানে তল্লাশি চালাচ্ছে ভারতীয় পুলিশ। কাশ্মিরে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। গত মাসে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার জেরে সৃষ্টি হওয়া ভারত- পাকিস্তান উত্তেজনা প্রশমিত হয়ে আসার মধ্যে নিহত হলেন এই পুলিশ কর্মকর্তা।

জম্মু ও কাশ্মির পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নারী কর্মকর্তাকে খুব কাছ থেকেই গুলি করা হয়।

কাশ্মিরের বিশেষ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেয় রাজ্য পুলিশ। নির্ধারিত মাসিক বেতনে তারা সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহায়তা দিয়ে থাকে। তবে তাদের অস্ত্র চালনায় কোনও প্রশিক্ষণ দেওয়া হয় না বা তাদের নামে কোনও অস্ত্র ইস্যুও করা হয় না। বর্তমানে কাশ্মিরে প্রায় ৩০ হাজার বিশেষ পুলিশ কর্মকর্তা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ