X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে ফের বিমান হামলা সৌদি জোটের

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ১০:২৫আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১০:২৭

ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ পড়েনি আল দাইলামি বিমান ঘাঁটিও। আল আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। তবে এতে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও সংখ্যা উল্লেখ করা হয়নি।

ফাইল ছবি এর আগে ইয়েমেনের প্রধান বন্দর হুদাইদাহ জাতিসংঘের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তির যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে প্রতিবন্ধকতা তৈরির জন্য ইরান সমর্থিত শিয়াপন্থী হুথিদের দায়ী করে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, হুথিদের কাছে থাকা অস্ত্র এ অঞ্চলের অন্য দেশগুলোর জন্যও হুমকিস্বরূপ।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে পালিয়ে যান হাদি। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত নারী-শিশুসহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গত ডিসেম্বরে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সহায়তার জন্য ৪০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

এ মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনে গত বছর প্রতি সপ্তাহে প্রায় ১০০ মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে এক পঞ্চমাংশই শিশু। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০১৮ সালে ইয়েমেনে চার হাজার ৮০০ বেসামরিক মাষ নিহত বা আহত হয়েছে। এই সময়ে ৪১০ শিশু নিহত ও ৫৪২ শিশু আহত হয়েছে। হতাহতের ঘটনার অর্ধেকই ঘটেছে পশ্চিমাঞ্চলীয় শহর হুদাইদাহতে। ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরীতে গত বছর হুথি বিদ্রোহী ও সৌদি জোট সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে তুমুল লড়াই হয়েছে। 

/এমপি/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
করবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকরবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা