বিশ্বজুড়ে সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডন দূতাবাসে আশ্রয়ের শর্ত ‘বারবার ভঙ্গ’ করছেন বলে অভিযোগ করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো। মঙ্গলবার স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। কোনও প্রমাণ দেওয়া ছাড়াই মোরেনো অভিযোগ করেন সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে পারিবারিক ছবি প্রকাশের জন্য অ্যাসাঞ্জকে দায়ী করেন তিনি। তবে অ্যাসাঞ্জের আইনি দলের দাবি, এসব কেলেঙ্কারির ঘটনা ব্যবহার করে উইকিলিকস প্রতিষ্ঠাতার ওপর চাপ প্রয়োগ করতে চাইছেন মোরেনো।
২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয় ২০১০ সালে। মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস উন্মোচন করে মার্কিন সাম্রাজ্যের নগ্নতাকে। সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। তবে ধর্ষণের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। অ্যাসাঞ্জের আশঙ্কা, তিনি সুইডেনে গেলে সুইডিশ সরকার তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ করবে। আর যুক্তরাষ্ট্র সরকার তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের নামে মৃত্যুদণ্ড দেবে। ইকুয়েডর দূতাবাস থেকে বের হলে সুইডেন বা যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ না করার নিশ্চয়তা চান অ্যাসাঞ্জ। গত বছর সুইডিশ প্রসিকিউটররা ওই অভিযোগের তদন্ত বন্ধ করে দেন। তবে জামিনের শর্ত ভঙ্গ করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
মঙ্গলবার ইকুয়েডরের রেডিও সম্প্রচার অ্যাসোসিয়েশনকে দেওয়ার সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মোরেনো দাবি করেন, লন্ডন দূতাবাসে আশ্রয়ের শর্ত ভঙ্গ করেছেন অ্যাসাঞ্জ। তিনি বলেন ব্যক্তিগত অ্যাকাউন্ট বা ফোন হ্যাক করার অধিকার অ্যাসাঞ্জের নেই। এছাড়া তিনি অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারেন না, বিশেষ করে যাদের সঙ্গে ইকুয়েডরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
অ্যাসাঞ্জ বলে আসছেন, ইকুয়েডর তার আশ্রয় বাতিল করতে চাইছে। এছাড়া সাক্ষাৎপ্রার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন করে তার ওপরে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করে আসছেন তিনি। অ্যাসাঞ্জের ওপর গুপ্তচরবৃত্তি করা হচ্ছে বলেও দাবি করে আসছেন তিনি।
তবে ইকুয়েডর বলছে আন্তর্জাতিক আইন মেনেই অ্যাসাঞ্জের সঙ্গে আচরণ করছে তারা। তবে তার আশ্রয়ের পরিস্থিতি অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না।