X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মোদিকে নিয়ে চলচ্চিত্র আটকে দিলো ভারতীয় নির্বাচন কমিশন

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৯, ১৫:৩৬আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:১৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের মুক্তি বন্ধ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। শুক্রবার এই চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও একদিন আগেই তা বাতিল করে কমিশন। ভারতীয় সংবাদমাধ্যম হাফপোস্ট ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মোদিকে নিয়ে চলচ্চিত্র আটকে দিলো ভারতীয় নির্বাচন কমিশন

১১ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারতের সাধারণ নির্বাচনের সাত দফার ভোটগ্রহণ। ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে ভোটগ্রহণের পর গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। প্রথম দফা ভোটগ্রহণের পর নরেন্দ্র মোদির বায়োপিক ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’ মুক্তি দেওয়ার কথা থাকলেও এখন তা এগিয়ে আনার ঘোষণা দেন এর প্রযোজক। পরে অবশ্য পূর্বনির্ধারিত তারিখের কথাই বলা হয়

তবে এবার সেই মুক্তিও আটকে গেল। নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, অনুচ্ছেদ ৩২৪ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। মডেল কোড অব কন্ডাক্ট না মানা পর্যন্ত এই চলচ্চিত্র মুক্তি দেওয়া যাবে না।

আগে থেকেই বিরোধীদলীয় নেতারা সিনেমা মুক্তির সমালোচনা করে আসছিলেন। তাদের অভিযোগ, এই সময়ে চলচ্চিত্রটি মুক্তি পেলে বিজেপি বাড়তি সুবিধা পাবে। গত মঙ্গলবার কংগ্রেস কর্মীর করা এক অভিযোগ খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। আদালত জানান, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনই ভালো ভূমিকা রাখতে পারবে।

ছবিটিতে নরেন্দ্র মোদির নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বোমান ইরানি, রাজেন্দ্র গুপ্ত, ইয়াতিন কারেকার, প্রশান্ত নারায়ণ, জরিনা ওয়াহাব ও মনোজ জোসি। সিনেমাটি প্রযোজনা করেছেন সন্দীপ সিং। আর পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ওমাং কুমার।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ