X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর কাছে দাবির তালিকা দিলো সুদানের বিক্ষোভকারীরা

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৯, ২০:৪৩আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ২২:০২

বেসামরিক সরকার গঠনসহ নিজেদের দাবির তালিকা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে সুদানের বিক্ষোভ আয়োজকেরা। শনিবার সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দশ সদস্যের একটি প্রতিনিধি দলের আলোচনার সময়ে দাবির তালিকা তুলে দেওয়া হয়। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া স্বাধীনতা ও পরিবর্তনের জোট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সেনাবাহিনীর কাছে দাবির তালিকা দিলো সুদানের বিক্ষোভকারীরা

 

জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে সুদানে বিক্ষোভ শুরু হয়। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরাতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। তবে সেনাবাহিনী দৃশ্যত প্রেসিডেন্টের পক্ষে থাকায় সম্প্রতি দাবি আদায় না হওয়া পর্যন্ত সেনা সদরের সামনে অবস্থানের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরইমধ্যে বৃহস্পতিবার সেনা অভ্যুত্থানের খবর আসে। ওই অভ্যুত্থানে নেতৃত্ব দেন সামরিক কাউন্সিলের প্রধান আওয়াদ ইবনে আউফ। তবে তাকেও বশিরের ঘনিষ্ঠ আখ্যা দিয়ে রাজপথে অবস্থান ধরে রাখে বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্টের পদত্যাগের পর সামরিক কাউন্সিল দেশটির ক্ষমতা নিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর আলোচনার পরেও রাতভর সেনা সদর দফতরের সামনে ক্যাম্প বানিয়ে অবস্থান করে তারা।
স্বাধীনতা ও পরিবর্তনের জোটের এক নেতা ওমর এলদিগাইর এক বিবৃতিতে বলেছেন, সেনাবাহিনীর কাছে দেওয়া দাবির মধ্যে রয়েছে জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা পুনর্গঠন। ওমর আল বশিরের পদত্যাগের পর সংস্থাটির প্রধান সালাহ আবাদাল্লাহও পদত্যাগ করেছেন। বিবৃতিতে এলদিগাইর বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি