X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলা পরিস্থিতির মধ্যে বৈঠকে বসছেন রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৯, ১৮:২৯আপডেট : ০৩ মে ২০১৯, ১৮:৩২

আগামী সপ্তাহে ফিনল্যান্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভের সঙ্গে। বৈঠক আয়োজনের কথা নিশ্চিত করেছেন মস্কোর এক সিনিয়র কূটনীতিক। ভেনেজুয়েলায় চলমান সংকট নিয়ে মস্কো-ওয়াশিংটন টানাপোড়েনের মধ্যে এই বৈঠকের খবর সামনে এলো বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ভেনেজুয়েলা পরিস্থিতির মধ্যে বৈঠকে বসছেন রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গত বছর অনুষ্ঠিত ভেনেজুয়েলার নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনরায় নির্বাচিত হওয়াকে অবৈধ বলে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। দেশটির বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদোকে অর্ন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে ওয়াশিংটন। আর মাদুরোকে এখনও সমর্থন দিচ্ছে রাশিয়া।

শুক্রবার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই বৈঠক চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছে। খবরে বলা হয়েছে, আগামী সোম ও মঙ্গলবার আর্কটিক কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পার্শ্ববৈঠকে মিলিত হবেন দুই নেতা। ভেনেজুয়েলায় চলমান অচলাবস্থা দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার মূল বিষয়বস্তু হবে বলে ধারণা করা হচ্ছে

প্রসঙ্গত, নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানের প্রতি সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বুধবার ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ