X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না নার্সিং শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৮:২৯আপডেট : ১৪ মে ২০২৫, ১৮:২৯

ডিপ্লোমা নার্সিং সার্টিফিকেটকে ডিগ্রি সমমান করার এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ডিপ্লোমা নার্সিং সার্টিফিকেটকে সমমান ডিগ্রি করার দাবিতে নানা স্লোগান দেন।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। পরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণার প্রজ্ঞাপন জারি করতে এ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। আল্টিমেটাম শেষে কোনও আশ্বাস না পেয়ে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন তারা।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সময় শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে শাহবাগে সড়ক দখলে নেন শিক্ষার্থীরা। এতে করে  সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘প্রজ্ঞাপন প্রজ্ঞাপন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জামালপুরপুর নার্সিং কলেজ থেকে আন্দোলনে এসেছেন আপন মাহমুদ। তিনি জানান, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি মান পাচ্ছে অন্যরা। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।

তিনি বলেন, ‘আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্ন করার পরও আমাদের এইচএসসি সমমান ডিগ্রি দেওয়া হয়। আমরা এটি মানতে পারি না। আমাদের দাবি মেনে নিলেই হচ্ছে। সরকার কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না ‘

শিক্ষার্থী রাতুল ওয়াহিদ বলেন, ‘বৈষম্যবিরোধী বাংলাদেশে আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছে। একবার ইন্টার শেষ করে ৩ বছর সাড়ে ৩ বছর পড়াশোনা, ইন্টার্নশিপ করে আমরা আবার এইচএসসি সমমান সার্টিফিকেট পাচ্ছি। তাহলে আমাদের দাবি কি যৌক্তিক না?’

এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারির দাবি তাদের।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা ভবনের ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগে বিডিআর সদস্যরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’