X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না নার্সিং শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৮:২৯আপডেট : ১৪ মে ২০২৫, ১৮:২৯

ডিপ্লোমা নার্সিং সার্টিফিকেটকে ডিগ্রি সমমান করার এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ডিপ্লোমা নার্সিং সার্টিফিকেটকে সমমান ডিগ্রি করার দাবিতে নানা স্লোগান দেন।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। পরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণার প্রজ্ঞাপন জারি করতে এ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। আল্টিমেটাম শেষে কোনও আশ্বাস না পেয়ে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন তারা।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সময় শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে শাহবাগে সড়ক দখলে নেন শিক্ষার্থীরা। এতে করে  সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘প্রজ্ঞাপন প্রজ্ঞাপন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জামালপুরপুর নার্সিং কলেজ থেকে আন্দোলনে এসেছেন আপন মাহমুদ। তিনি জানান, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি মান পাচ্ছে অন্যরা। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।

তিনি বলেন, ‘আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্ন করার পরও আমাদের এইচএসসি সমমান ডিগ্রি দেওয়া হয়। আমরা এটি মানতে পারি না। আমাদের দাবি মেনে নিলেই হচ্ছে। সরকার কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না ‘

শিক্ষার্থী রাতুল ওয়াহিদ বলেন, ‘বৈষম্যবিরোধী বাংলাদেশে আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছে। একবার ইন্টার শেষ করে ৩ বছর সাড়ে ৩ বছর পড়াশোনা, ইন্টার্নশিপ করে আমরা আবার এইচএসসি সমমান সার্টিফিকেট পাচ্ছি। তাহলে আমাদের দাবি কি যৌক্তিক না?’

এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারির দাবি তাদের।

 

/এপিএইচ/
সম্পর্কিত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে শাহবাগে গরু- ছাগল জবাই
ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
সর্বশেষ খবর
এজিসি গলফ চ্যাম্পিয়ন জামাল
এজিসি গলফ চ্যাম্পিয়ন জামাল
বৈষম্যবিরোধীর নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈষম্যবিরোধীর নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
তুরস্কে ইউক্রেন আলোচনায় উপস্থিতি নিয়ে এখনও সিদ্ধান্তহীন ট্রাম্প
তুরস্কে ইউক্রেন আলোচনায় উপস্থিতি নিয়ে এখনও সিদ্ধান্তহীন ট্রাম্প
ঢাবির ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বাম সংগঠনের মশাল মিছিল
ঢাবির ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বাম সংগঠনের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ