X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মায়ের আশীর্বাদ নিতে গুজরাট যাচ্ছেন মোদি

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৯, ০৮:৪৮আপডেট : ২৬ মে ২০১৯, ১৭:৩১

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মায়ের সাথে দেখা করতে রবিবার গুজরাট যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের আহমেদাবাদে ছোট ভাই পঙ্কজ মোদির সাথে থাকেন তার মা হিরাবান। শনিবার এক টুইট বার্তায় মোদি জানান, মায়ের আশীর্বাদ নিতে রবিবার সন্ধ্যায় গুজরাটে থাকবেন তিনি। পরদিন তিনি বারানসিতে নিজের নির্বাচনি আসনের জনগণকে ধন্যবাদ জানাতে যাবেন বলেও জানান মোদি। মায়ের সাথে মোদি (পুরনো ছবি)

সাত দফায় অনুষ্ঠিত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ৩৫১টি আসনে জয় পেয়েছে মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট। নিরঙ্কুশ এই জয়ের পর শনিবার রাতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন মোদি। পরে রাষ্ট্রপতির সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, বিজেপি’র সংসদীয় দলের নেতা হিসেবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেছে নেওয়া হয়েছে সেই চিঠি রাষ্ট্রপতি কাছে জমা পড়েছে। তার প্রতি এনডিএ জোটের সমর্থনের চিঠিও পেয়েছেন রামনাথ। ফলে এখন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ কেবল সময়ের অপেক্ষা।

বারানসি আসন থেকে নিজের প্রার্থিতা দাখিল করার আগে গুজরাট সফর করে মায়ের আশীর্বাদ নিয়েছিলেন মোদি। এবার ওই আসন থেকে কংগ্রেসের অজয় রায়কে প্রায় ৫ লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। টুইটার পোস্টে মোদি বলেন, আমার ওপর বিশ্বাস পুনঃস্থাপন করায় সোমবার কাশীর মানুষদের ধন্যবাদ জানাতে যাবো। ২০১৪ সালেও এই আসন থেকে আম আদমি পার্টির প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালকে বড় ব্যবধানে হারিয়েছিলেন মোদি।
এর আগে শনিবার বারানসি জেলার পাঁচ আইন প্রণেতা ও জেলা বিজেপি সভাপতি নরেন্দ্র মোদিকে সেখানে একটি বিজয় ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান। ওই সময়ে মোদি তাদের আশ্বস্ত করেন, নির্বাচনি আচরণবিধির কারণে জেলার যেসব উন্নয়ন কাজ থমকে গিয়েছিল অচিরেই তা শুরু করা হবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বশেষ খবর
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা