X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

২০২১ সাল থেকে কানাডায় আংশিকভাবে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৯, ২২:৩৯আপডেট : ১০ জুন ২০১৯, ২৩:৪২

২০২১ সাল থেকে কানাডায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একে বৈশ্বিক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি খুবই আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে ২০২১ সাল থেকে কানাডা ক্ষতিকারক প্লাস্টিক নিষিদ্ধ করবে।’

২০২১ সাল থেকে কানাডায় আংশিকভাবে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক

সামুদ্রিক প্রাণীকে বিষাক্ত ও আহত করার পাশাপাশি খাদ্যপণ্যে প্লাস্টিকের সর্বব্যাপী উপস্থিতি মানুষের হরমোনের ওপর প্রভাব ফেলছে। এটি জীবন শঙ্কাকারী নানা রোগ ও আগাম বয়ঃসন্ধির একটি বড় কারণ। প্লাস্টিকের অধিক ব্যবহার আমাদের গ্রহের টিকে থাকার চ্যালেঞ্জও বাড়িয়ে তুলছে। এসব দূষণ বন্ধের জন্য লাখ লাখ ডলার ব্যয়ে প্রচারণা শুরু করেছে বিভিন্ন সংগঠন।

ট্রুডো বলেন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ উপকূল থাকায় কানাডার প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার অনন্য সুযোগ রয়েছে। তিনি বলেন, কানাডায় প্রতি বছর ১০ শতাংশেরও কম প্লাস্টিক পুনরায় ব্যবহার করা হয়।

প্রতি বছর প্লাস্টিকের কারণে লাখ লাখ পাখি ও সামুদ্রিক প্রাণী প্রাণ হারায়। ট্রুডো বলেন, ‘আপনার সবাই এই ছবি দেখেছেন এবং ঘটনা শুনেছেন। সত্যি বলতে কি, একজন বাবা হিসেবে এই ভয়াবহতা প্রশ্নে আমি সন্তানদের জবাব দিতে পারি না।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের সৈকতে ভেসে ওঠা তিমির মরদেহ, তাদের পেটে জমে থাকা প্লাস্টিক ব্যাগের বিষয়টি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন। আমি তাদের কীভাবে বলবো সমুদ্রের তলদেশে গিয়েও প্লাস্টিক পাওয়া যায়।
সরকার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ হতে যাওয়া পণ্যের মধ্যে রয়েছে স্ট্র, প্লাস্টিকের ব্যাগ, চামচ, প্লেটসহ অন্যান্য প্লাস্টিক দ্রব্য।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা