X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাখাইনে বর্ডার পোস্টে হামলা, নিহত ২

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৯, ২০:০০আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:০২

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে একটি বর্ডার পোস্টে হামলার খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী-র দাবি, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত দুইজন সদস্য নিহত হয়েছেন। রবিবার অজ্ঞাত একটি সশস্ত্র গোষ্ঠী সেখানে হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। ঠিক কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দেশটির একজন কর্মকর্তা হামলার পেছনে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন।

রাখাইনে বর্ডার পোস্টে হামলা, নিহত ২ ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন নামের একজিন কর্মকর্তা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, যে এলাকা হামলাটি চালানো হয়েছে সেটির নিয়ন্ত্রণ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর হাতে। হামলার জন্য তাদেরই দায়ী করেছেন তিনি। তবে এ ব্যাপারে কথা বলতে পরে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, দুইটি বর্ডার পোস্টের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি সীমান্ত বেষ্টনীর কাছে এ হামলা চালানো হয়।  

মিয়ানমারের ওয়েস্টার্ন রিজিওনাল মিলিটারি কমান্ড থেকেও এ হামলার খবর নিশ্চিত করা হয়েছে। কমান্ডের প্রধান কর্নেল উইন জ ও বলেন, মংডুর বর্ডার পোস্টে রাইফেল গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এর আগে একজন কর্মকর্তা দুইজন নিহতের কথা জানালেও হতাহতের ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি মিলিটারি কমান্ডের প্রধান।

২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার অজুহাত তুলেই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমার। জীবন ও সম্ভ্রম বাঁচাতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাত লাখেরও বেশি মানুষ। এখনও যারা দেশটিতে রয়ে গেছেন তাদের পরিস্থিতিকে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তে গঠিত জাতিসংঘ তদন্ত দলের সদস্য ক্রিস্টোফার সিদোতির এই তুলনা করেছেন। এর মধ্য দিয়েই প্রতীয়মান হয় যে, মিয়ানমারে রোহিঙ্গা বসতিগুলোর পরিস্থিতি কতটা দুর্বিষহ।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ