X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ট্রাম্পকে নিয়ে রাষ্ট্রদূতের মন্তব্য ফাঁস, তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ড

অদিতি খান্ন, যুক্তরাজ্য
১৫ জুলাই ২০১৯, ১৯:৫৩আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২০:২৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডারখ-এর গোপন কূটনৈতিক নথি ফাঁসের ঘটনায় তদন্তকাজ শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। ওই নথি ফাঁসের পর উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যেই পদত্যাগে বাধ্য হয়েছেন স্যার কিম ডারখ। কেননা, ওই গোপন নথি ফাঁস হওয়ার পর তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ ঘটনায় টুইটারে দেওয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রীরও সমালোচনা করেছেন ট্রাম্প।

ট্রাম্পকে নিয়ে রাষ্ট্রদূতের মন্তব্য ফাঁস, তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ড সাধারণত এ ধরনের দাফতরিক গোপনীয়তা সংক্রান্ত অভিযোগের তদন্ত করে থাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবিরোধী কমান্ড। এ ঘটনায়ও তারাই তদন্তকাজ পরিচালনা করছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন কমান্ডের প্রধান নেইল বসু।

তিনি বলেন, আমি মনে করি এই গোপন কূটনৈতিক নথি ফাঁস হওয়ায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি হয়েছে। এক্ষেত্রে জনস্বার্থে অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। যথাযথ তদন্ত নিশ্চিতকল্পে প্রতিটি ধাপে এটি পর্যালোচনা করা হবে।

আরও কূটনৈতিক নথি ফাঁসের আশঙ্কার কথা জানিয়েছেন স্কটল্যান্ড ইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংস্থাটির সন্ত্রাসবিরোধী কমান্ডের প্রধান নেইল বসু জানান, এ ধরনের কাজের সঙ্গে দায়ী ব্যক্তিরা ফৌজদারি অপরাধ করেছে।

ফাঁসকৃত গোপন কূটনৈতিক নথিতে দেখা যায়, ট্রাম্প প্রশাসনকে 'অদ্ভুত এবং নিষ্ক্রিয়' হিসেবে উল্লেখ করেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত। ওই নথি ফাঁসের পর ট্রাম্প তাকে ‘একজন মূর্খ ব্যক্তি’ বলে মন্তব্য করেন। ২০১৭ সালের ওই ই-মেইলে বলা হয়, হোয়াইট হাউসে "অন্তর্ঘাত ও বিশৃঙ্খলার" গুজব বেশিরভাগই সত্য।

এরপর পররাষ্ট্র দফতরে দেওয়া এক চিঠিতে কিম বলেন, তার অবস্থান নিয়ে বিতর্ক শেষ করতে চেয়েছেন তিনি। বলেছেন, আমি যেভাবে দায়িত্ব পালন করতে পছন্দ করি বর্তমান অবস্থায় সেটি সম্ভব নয়।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে লন্ডন
তুরস্কে দ্বিতীয় দিনে ভয়াবহ দাবানল, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’