X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ১০:১৩আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৬:৫৫

ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে মেহলি এলাকার ভাড়া বাসা থেকে আইজাজুল ইসলাম (২০) নামের এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ সুপারের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
হিমাচল প্রদেশের রাজধানী শিমলা

শিমলার এপি গয়াল বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তেন আইজাজুল ইসলাম। শিমলার স্থানীয় সহপাঠীরা এএনআইকে জানিয়েছেন, তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। তার বাবা শহিদুল ইসলাম বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।    

মঙ্গলবার শিমলার পুলিশ সুপার উমাপতি জামওয়াল বলেছেন, সিআরপিসি’র ১৭৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাংলাদেশ দূতাবাসকেও বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল থেকে আমরা কোনও সুইসাইড নোট উদ্ধার করিনি। সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইটে কয়েকজন তাকে ছবি পাঠিয়েছিল, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ময়নাতদন্তের পর তার মরদেহ ঘনিষ্ঠ শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তার মরদেহ ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের খবরে বলা হয়েছে, মেয়ে বন্ধুর মৃত্যুতে হতাশ ছিলেন ওই শিক্ষার্থী।

 

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বশেষ খবর
শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ মহানগর আ. লীগ নেতার
শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ মহানগর আ. লীগ নেতার
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে