X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, নির্বাচনে খেসারত গুনতে হবে ট্রাম্পকে

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১৪:২৪আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৭:৩২

২০২০ সালে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দল থেকে তার প্রার্থিতাও বলা চলে প্রায় নিশ্চিত। তবে চীনের বিরুদ্ধে তিনি যে বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন, শেষ পর্যন্ত মার্কিন নির্বাচনেই তাকে এর খেসারত গুনতে হবে বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্য উল্লেখযোগ্য পরিমাণে সয়াবিন উৎপাদন করে সেসব রাজ্যে নির্বাচনি বৈতরণী পার হওয়ার ট্রাম্পের জন্য কঠিন হয়ে পড়বে। কেননা, যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানির ৬০ শতাংশই হয় চীনে। কিন্তু ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রতিক্রিয়ায় চীনে মার্কিন সয়াবিন রফতানিতে ধস নেমেছে। ফলে শস্য বিক্রি করতে না পারায় চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। ক্ষোভে ট্রাক্টর দিয়ে ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছেন অনেক কৃষক। পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাবে পচে যাচ্ছে অনেকের শস্য। ফলে স্বাভাবিকভাবেই সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলোতে তার কাঙ্ক্ষিত ভোট পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ ২০১৬ সালের নির্বাচনে এসব রাজ্যে ভালো ফলাফল করেছিল ট্রাম্পের দল ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের নীতির ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এসব রাজ্যের কৃষকরা। ফলে সঙ্গত কারণেই আগামী নির্বাচনে ফের ট্রাম্পের প্রতি রায় দিতে হয়তো দ্বিতীয়বার ভাবনার অবকাশ থাকবে তাদের। কেননা, বিদেশি পণ্যে শুল্কের পরিমাণ বাড়িয়ে যে বাণিজ্যযুদ্ধ শুরু করেছে হোয়াইট হাউজ, তার প্রত্যক্ষ শিকারে পরিণত হয়েছেন তারা। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরে।

৩১ জুন ক্লিভল্যান্ড ডটকমে লেখা এক কলামে বিষয়টির অবতারণা করেন রিপাবলিকান পার্টির একজন সিনিয়র রাজনীতিক।

ওই রাজনীতিক ডেভ ডডসন বলেন, রিপাবলিকান পার্টির ২০২০ সালের নির্বাচনি মানচিত্র অনেকটা দেশের সয়াবিন উৎপাদনের মানচিত্রের মতো দেখাচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ ১০ রাজ্যে সফলতা পেয়েছিলেন তিনি। কিন্তু আইওয়া ও ওহাইওর মতো অঙ্গরাজ্যে তার রেটিং এখন নেতিবাচক। নর্থ ডাকোতা এবং নেব্রাস্কাতেও জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনে জিতলেও ইতোমধ্যেই এ দুই রাজ্যে তার সমর্থন কমেছে ১৭ থেকে ২২ শতাংশ।

বর্তমানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস-এ শিক্ষকতা করছেন ডেভ ডডসন। তার মতে, মার্কিন সয়াবিন চাষিদের জন্য এ বাণিজ্যযুদ্ধের প্রতিক্রিয়া হবে দীর্ঘমেয়াদি। তাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে ভুগতে হবে। এখন ভোটের মাঠে নিজেদের পকেটের দিকে তাকিয়ে যদি এই কৃষক সম্প্রদায় সিদ্ধান্ত নেয় তাহলে ২০২০ সালের নির্বাচনে ২৭০টি ইলেকটোরাল ভোট জিতে ফের ক্ষমতায় আসা ট্রাম্পের জন্য খুবই কঠিন হয়ে পড়বে। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
ফুফাতো ভাইকে পিটিয়ে হত্যা করলো মামাতো ভাইয়েরা
ফুফাতো ভাইকে পিটিয়ে হত্যা করলো মামাতো ভাইয়েরা
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
বিদেশি প্রকৌশলী নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ
বিদেশি প্রকৌশলী নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ
‘মুক্তিযুদ্ধের বাংলাদেশের বুনিয়াদ ঠিক রেখে সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করতে হবে’
‘মুক্তিযুদ্ধের বাংলাদেশের বুনিয়াদ ঠিক রেখে সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করতে হবে’
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা