X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কাশ্মিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৬

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ০১:২২আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০১:৩৮

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন কাশ্মিরি আহত হয়েছেন। শনিবার কিছু অঞ্চলে কারফিউ শিথিল হওয়ার পর শ্রীনগরে একাধিক আন্দোলন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নিলে কয়েকজন আহত হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কাশ্মিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৬

৪ আগস্ট থেকেই জম্মু-কাশ্মিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় টেলিফোন ও মোবাইল ইন্টারনেট। অতিরিক্ত মোতায়েনের মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো উপত্যকা। এমন পরিস্থিতিতেই ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল আনা হয়। বিরোধীদের ঐক্যবদ্ধ বিরোধিতার অভাবে ভারতের লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই পাস হয়ে যায় বিলটি। টানা ১২ দিনের শাটডাউন পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উপত্যকার প্রায় ৫০ হাজারের বেশি টেলিফোন লাইন সচল হয়েছে এবং পাঁচ জেলার মোবাইল ইন্টারনেট পুনরায় চালু হয়েছে।

দু্ই পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই সংঘর্ষ শুরু হয়ে যায়। শুক্রবার রাত ও শনিবারে ঠিক কোন কোন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অন্যদিকে স্থানীয়দের দাবি, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হয়রানি করেছেন। তারা বলেন, তারা পুলিশের নিপীড়নের শিকার হয়েছেন। গত দুইদিন ধরে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়েছে।

তবে কাশ্মির কিংবা কেন্দ্রীয় কর্মকর্তারা এই অভিযান, গ্রেফতার বা হতাহতের ব্যাপারে কোনও মন্তব্য করেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

/এমএইচ/
সম্পর্কিত
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
ঋতুপর্ণা ইউ বিউটি!
ঋতুপর্ণা ইউ বিউটি!
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি