X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অ্যামাজনে আগুন, অনলাইনে ছড়িয়ে পড়ছে পুরনো ছবি

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৯, ১০:০৩আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৭:৪৪

গত দশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহভাবে জ্বলছে ব্রাজিলের অ্যামাজন বনভূমি। রোরাইমা, আক্রে, রনডোনিয়া, অ্যামাজোনাস, মাটো গ্রোসো দো সুলসহ অন্যান্য প্রদেশের বনাঞ্চল মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। এই আগুনের নানান ছবি অনলাইনে ছড়িয়ে পড়ছে। অ্যামাজনের জন্য প্রার্থনা হ্যাশট্যাগ ব্যবহার করেও অনেক ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে অনলাইনে। তবে যেসব ছবিকে সামনে এনে অ্যামাজনের সাম্প্রতিক পরিস্থিতির কথা বলা হচ্ছে, তার সবই এবারের আগুনের নয়। এমনকী সিলিব্রিটিরাও যেসব ছবিকে সামনে এনে উদ্বেগ প্রকাশ করছেন, তার মধ্যেও অ্যামাজনের পুরনো ছবি রয়েছে। এমনও ছবি ছড়িয়ে পড়েছে, যা আসলে অ্যামাজনেরই নয়।  গত কয়েক দিন ধরেই জ্বলছে অ্যামাজনের বনাঞ্চল

পুরনো ছবি ব্যবহার করেছেন হলিউড অভিনেতা ও পরিবেশবাদী লিওনার্দো দ্য ক্যাপ্রিও। ইন্সট্রাগ্রামে অ্যামাজন জঙ্গলের আগুনের ঘটনায় মিডিয়া কাভারেজের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। লেখেন, 'ভেবে ভীত হয়ে যাচ্ছি যে গ্রহের সবচেয়ে বড় বনাঞ্চল, যা পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেনের যোগান দেয়, মূলত পৃথিবীর ফুসফুস সেখানে আগুন লেগেছে আর গত ১৬ দিন ধরে জ্বলছে, আক্ষরিক অর্থে যা নিয়ে কোনও মিডিয়া কাভারেজ নেই! কেন?'

তবে এই পোস্টে তিনি যে ছবিটি শেয়ার করেছেন তা অ্যামাজনের জন্য প্রার্থনা হ্যাশট্যাগে সবচেয়ে বেশি ব্যবহৃত ছবি। কিন্তু এই ছবিটি সঠিক নয়। দ্য ক্যাপ্রিও যে ছবিটি ব্যবহার করেছেন তা মূলত ২০১৮ সালের একটি নিবন্ধে ব্যবহৃত ছবি। 'কার্বন এমিশন ফ্রম অ্যামাজন ওয়ার্ল্ডফায়ারস কুল্ড কাউন্টারাক্ট ডিফরেস্টেশন ডিক্লাইন' নামের ওই নিবন্ধেও মৌলিকভাবে ছবিটি ব্যবহৃত হয়নি। অ্যালামি ওয়েবসাইটে ফটোগ্রাফার লরেন ম্যাকলিনটায়ারের ছবি থেকে ওই নিবন্ধে ছবিটি ব্যবহার করা হয়েছে।

ডি ক্যাপ্রিও একা নন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও পুরনো ছবি ব্যবহার করেছেন। টুইটারে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, আমাদের গ্রহের ফুসফুস পুড়ছে! অ্যামাজন রেইন ফরেস্টে ৩০ লাখ উদ্ভিদ ও প্রাণী এ দশ লাখ আদিবাসীর বসবাস। পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণের রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না।

তিনি প্রথম যে ছবিটা ব্যবহার করেছেন তা ২০১৪ সালের। অ্যামাজনের উপকণ্ঠের একটি তৃণভূমির আগুন এটি। গেটি ইমেজের হয়ে ছবিটি তুলেছিলেন মারিও তমা। পরেরটি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের একটি আর্টিকেলের। ১৯৮৯ সালে তোলা হয় ছবিটি।

তবে কেবলমাত্র এই সেলিব্রেটিরা নয় বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও পুরনো ছবি ব্যবহার করছেন। এর এসব ছবি অ্যামাজনের জন্য প্রার্থনা হ্যাশট্যাগের অধীনে ভাইরাল হয়ে যাচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে