X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অ্যামাজন বনাঞ্চল ব্রাজিলের সার্বভৌম অংশ: বলসোনারো

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৬

অ্যামাজন বনাঞ্চলের ব্রাজিলের অংশ নিজেদের সার্বভৌম অংশ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। পৃথিবীর ফুসফুস খ্যাত এই বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমালোচনার মুখে পড়ে বাণিজ্যপন্থী এই প্রেসিডেন্টের নীতি। তা সত্ত্বেও মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বেপরোয়া বক্তব্য রাখেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘অ্যামাজনকে মানবজাতির ঐতিহ্য আখ্যা দেওয়া এক ভুল বিশ্বাস আর অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস আখ্যা দেওয়া বিজ্ঞানীদের ভুল ধারণা’। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো

গত ১৫ আগস্ট থেকে জ্বলছে ‘দুনিয়ার ফুসফুস’ খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। এরমধ্যেই গত বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে নতুন করে অ্যামাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স জানিয়েছে, ২০১৯ সালে এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার দফায় অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এ বনভূমি। আগের যে কোনও সময়ের চেয়ে এবারের আগুন সবচেয়ে ভয়াবহ। এ আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় ব্রাজিলের উগ্র ডানপন্থী ও বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো-র নীতিকে দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়। বন পুড়ে বাণিজ্য সম্প্রসারণের নীতির জন্য নিজ দেশের পরিবেশবাদীদের কাছেও তোপের মুখে পড়েছেন তিনি। আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল সরকারের নিষ্ক্রিয়তার ঘটনায় দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেয় ইউরোপীয় ইউনিয়ন। ব্রাজিলিয়ান অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে অন্য দেশগুলো। উদ্ভূত পরিস্থিতিতে অ্যামাজনের আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করে বলসোনারো সরকার।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেষণে রাখা বক্তব্যে অ্যামাজনে আগুনের ঘটনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো উত্তেজনাপূর্ণ রিপোর্টিং করেছে বলে অভিযোগ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি বলেন, এইসব ভুল বিশ্বাস ব্যবহার এবং শ্রেণীবদ্ধ করে নির্দিষ্ট কিছু দেশ সাহায্য করার পরিবর্তে... উপনিবেশিক মানসিকতা নিয়ে অসম্মাজনক আচরণ করেছে।

আদিবাসী মানুষের সঙ্গে তার সরকারের আচরণকে সমর্থন জানিয়ে বলসোনারো বলেন, অনেকেই তার নীতিকে সমর্থন করছেন। তিনি বলেন, ব্রাজিলের ভেতরে ও বাইরে কিছু মানুষ, এনজিও’র সমর্থনে... আচরণের ওপর জোর দিচ্ছে আর আমাদের আদিবাসীদের এমনভাবে রাখতে চায় তারা যেন সত্যিকার গুহা মানব।

পরিবেশবাদী সংগঠন ও গবেষকরা বলছেন, ব্রাজিলের চিরহরিত অরণ্যে দাবানলের কারণ পশু পালক ও কাঠুরেরা। জমি ব্যবহার করতে তারা বনাঞ্চল পরিষ্কার করতে দাবানল তৈরি করছে। আর এতে সমর্থন দিচ্ছেন দেশটির বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো। ক্ষমতা গ্রহণের পরই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, অ্যামাজনে কৃষি ও খনি তৎপরতা বাড়ানো এবং তা বাণিজ্যের জন্য উন্মুক্ত করার। জলবায়ু পরিবর্তন ও অরণ্য বিনাশ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অগ্রাহ্য করে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। 

/জেজে/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী