X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এবার উত্তর প্রদেশ থেকে ‘অবৈধ বাংলাদেশি’দের বিতাড়নের উদ্যোগ!

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ১১:১০আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১১:১০

ভারতীয় রাজ্য উত্তর প্রদেশের পুলিশকে ‘বাংলাদেশি ও অন্যান্য বিদেশিদের’ শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ প্রধান জানিয়েছেন, কাগজপত্র পরীক্ষা-নীরিক্ষার পর যারা অবৈধ বলে বিবেচিত হবেন, তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি বলছে, এই নির্দেশকে অনেকে আসামের এনআরসির উত্তর প্রদেশীয় সংস্করণ হিসেবে দেখছেন। তবে পুলিশের দাবি, এনআরসি নয় বরং নিরাপত্তার খাতিরেই এমন নির্দেশ দেওয়া হয়েছে।

এবার উত্তর প্রদেশ থেকে ‘অবৈধ বাংলাদেশি’দের বিতাড়নের উদ্যোগ!

কয়েক দফায় খসড়া তালিকা প্রকাশের পর গত ৩১ আগস্ট (শনিবার) স্থানীয় প্রকাশিত হয় ভারতের আসাম রাজ্যের নাগরিক তালিকা। এই তালিকা থেকে বাদ পড়েন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। গত মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের এনআরসি প্রশংসা করে বলেছিলেন, প্রয়োজন হলে তার রাজ্যেও একই ধরনের পদক্ষেপ নেবেন। সেই বক্তব্যের ধারাবাহিকতায় উত্তর প্রদেশে বাংলাদেশি শনাক্তের নির্দেশনা জারি হলো।

উত্তর প্রদেশ পুলিশকে রেল, বাস স্টেশনসহ পরিবহন কেন্দ্রগুলোতে এবং জেলাগুলোর আশপাশের বসতিগুলোতে চিরুনি অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন যে কারও নথিপত্র পরীক্ষা করে দেখারও আদেশ দেওয়া হয়েছে তাদেরকে। বৈধ কাগজপত্র বলতে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টকে বোঝানো হয়েছে বলে জানায় পুলিশ।

কথিত ‘বিদেশিদের’ জন্য ভুয়া নথিপত্র তৈরিতে সহায়তা করেছেন, এমন সরকারি কর্মকর্তাদের খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছে। সব শ্রমিকের পরিচয়ের প্রমাণ রাখা তাদের দায়িত্ব বলে নির্মাণ কোম্পানিগুলোকে জানিয়ে দিয়েছে পুলিশ।

বাংলাদেশি শনাক্তের নির্দেশকে অনেকে আসামের মতো করে এনআরসি’র উদ্যোগ হিসেবে দেখলেও উত্তর প্রদেশ পুলিশের দাবি, বাংলাদেশি খোঁজার সঙ্গে এনআরসির কোনও সংশ্লিষ্টতা নেই। রাজ্য পুলিশের মহাপরিচালক ওম প্রকাশ সিং জানান, বাংলাদেশিসহ অন্যান্য বিদেশি নাগরিকদের কাগজপত্র পরীক্ষা করা হবে। তাদের অনুমতি না থাকলে দেশে ফেরত পাঠানো হবে। পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘বতর্মান পরিস্থিতিতে আমরা রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে চাই। তাই বাংলাদেশিসহ অন্যান্য বিদেশিদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছি।’

 

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
ডা. সাবিরা হত্যা: তিন বছরেও মেলেনি খুনির পরিচয়
ডা. সাবিরা হত্যা: তিন বছরেও মেলেনি খুনির পরিচয়
বিশ্বব্যাংক ভূমিসেবা সম্মেলন ও বাংলাদেশের অর্জন
বিশ্বব্যাংক ভূমিসেবা সম্মেলন ও বাংলাদেশের অর্জন
ঘোড়া নিয়ে নির্বাচনি শোডাউন করায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে
ঘোড়া নিয়ে নির্বাচনি শোডাউন করায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি