X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র-জাপান-দ. কোরিয়ার বৈঠক

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৫:৩২আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৫:৩৯
image

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা বাতিলের পর পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে বৈঠক করেছেন ওয়াশিংটন, সিউল ও টোকিও’র কর্মকর্তারা। সুইডেনের ওই আলোচনা বাতিলের কয়েকদিন পর মঙ্গলবার (৮ অক্টোবর) ওয়াশিংটনে বৈঠক করেন তিন দেশের কর্মকর্তারা। এ সময় তারা পরমাণু নিরস্ত্রীকরণের উদ্দেশ্য বাস্তবায়নে সমন্বিতভাবে কাজের ওপর গুরুত্ব দেন।

পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র-জাপান-দ. কোরিয়ার বৈঠক

ফেব্রুয়ারিতে হ্যানয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সব ধরনের পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বললে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সব আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার দাবি করে। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভেস্তে যায় আলোচনা। হ্যানয়ের বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর গত ৩০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওয়ার্কিং লেভেলে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এর প্রেক্ষিতে গত শনিবার সুইডেনের স্টকহোমে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা।

গত শনিবারের ওই আলোচনার ব্যর্থ হওয়ার পর উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ওয়াশিংটনে প্রথম আলোচনা অনুষ্ঠিত হলো। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটনের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফেন বেইগান দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি সম্পূর্ণ করতে সমন্বতিভাবে কাজের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।’ শনিবার সুইডেনের যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বাতিলের পর উত্তর কোরিয়া জানিয়েছে, ওয়াশিংটন শত্রুতা বন্ধ না করা পর্যন্ত তাদের সঙ্গে কোনও আলোচনার ‘ইচ্ছা নেই’ পিয়ংইয়ংয়ের। সে সময় দেশটির পরমাণু বিষয়ক সর্বোচ্চ দূত কিম মিয়ং গিল বলেন, ‘সংলাপে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি এবং শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের পুরনো ধ্যানধারণার কোনও পরিবর্তন হয়নি। দেশটিকে অবশ্যই এমন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের প্রতিশ্রুতি পূরণ না করায় আমাদের হতাশ করেছে।’

এর পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওর্টেগাস বলেন, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়া) প্রতিনিধিদের মন্তব্য সাড়ে ৮ ঘণ্টার আলোচনার বিষয়বস্তু কিংবা উদ্যমের প্রতিফলন ঘটায়নি। এবারের আলোচনায় যুক্তরাষ্ট্র সৃজনশীল কিছু পরিকল্পনা নিয়ে এসেছিল এবং এগুলো নিয়ে ডিপিআরকে’র প্রতিনিধিদের সঙ্গে ভালো আলোচনা হয়েছে।’

/এইচকে/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বশেষ খবর
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?