X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে মাদক ব্যবসায়ের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত ২ ব্যক্তির কারাদণ্ড

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৯ নভেম্বর ২০১৯, ০১:১১আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০১:১৮

মাদক ব্যবসায়ে জড়িত থাকার দায়ে দুই ব্রিটিশ বাংলাদেশিকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। সোমবার (১৮ নভেম্বর) রুকন আহমেদ (২৯) ও দিলরাজ মিয়া (২৯) নামের দুই ব্যক্তিকে এই দণ্ডাদেশ দিয়েছে স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট। পূর্ব লন্ডনে সমন্বিত এক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বাঁয়ে রুকন আহমেদ ও ডানে দিলরাজ মিয়া

চলতি বছর মাদকবিরোধী প্রচারণায় নামে বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠী অধ্যুষিত টাওয়ার হ্যামলেট ও হ্যাকনে বারাহ এলাকার বাসিন্দারা। তাদের দাবি মাদকের কারণে ওই এলাকায় অপরাধ বেড়েছে। এরপরই মেট্রোপলিটন পুলিশের অনুসন্ধানে চারটি আলাদা ফোন লাইন ব্যবহার করে মাদক কেনাবেচা হওয়ার তথ্য পাওয়া যায়। এদের মোট আট সদস্যকে চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়।

রুকন আহমেদ ও দিলরাজ মিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত এ শ্রেণীর (এই শ্রেণীর মাদকের মধ্যে হেরোইনও রয়েছে) মাদক সরবরাহের ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে আদালত। এছাড়া মাদক গ্রহণেরও দুটি ধারায় তাদের অপরাধের প্রমাণ হয়েছে।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কর্মকর্তা জোনাথন শেফার্ড বলেছেন, ‘হেরোইনের মতো মাদক ব্যবহারের কারণে ব্যক্তি ও স্থানীয় সম্প্রদায়ের মারাত্মক পরিণতি ঘটাতে পারে। এই আসামিরা তাদের আশেপাশের লোকদেরকে প্রতি সামান্য বাছবিচার ছাড়াই প্রায়শই শিশুদের সামনে খোলামেলাভাবে মাদক ব্যবসা করেছে। আর দাগী মাদক ব্যবহারকারীদেরকে ওই অঞ্চলে চলাফেরা করতেও উৎসাহিত করেছে।’

জোনাথন শেফার্ড বলেন, এই বিচারের লক্ষ্য হলো সমাজবিরোধী আচরণ কমিয়ে আনতে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের কার্যক্রম বন্ধ করা। তিনি বলেন, এই সফল বিচারে প্রমাণ হয়েছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস মাদক ব্যবসাকে খুবই গুরুত্ব সহকারে দেখে আর আসামিদের অবশ্যই আদালতের মুখোমুখি হতে হবে।

 

/এমএইচ/জেজে/
সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ