X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
রোহিঙ্গা নিধনযজ্ঞ

আইসিজে-তে লড়তে সরকারকে সহায়তা দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ২২:০৩আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২২:০৮
image

রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমার সরকারকে পূর্ণ সহযোগিতা করছে সেনাবাহিনী। ওই মামলার শুনানি হবে ১০ থেকে ১২ ডিসেম্বর। আর মামলায় মিয়ানমারের পক্ষে লড়বেন ডি ফ্যাক্টো নেত্রী ও দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি নেতৃত্বাধীন একটি দল। আর এতে সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (২২ নভেম্বর) এই ঘোষণা দেন এ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ্য মিন তুন।

আইসিজে-তে লড়তে সরকারকে সহায়তা দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর পর পূর্বপরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের বাস্তবতায় জীবন ও সম্ভ্রম বাঁচাতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখ ৪০ হাজার রোহিঙ্গা। নৃশংস এ বর্বরতাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে গত ২০১৯ সালের ১১ নভেম্বর জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এর কাছে বিচার চায় গাম্বিয়া। ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসি-এর পক্ষ থেকে এই মামলা দায়ের করে গাম্বিয়া। মামলায় বলা হয়েছে, রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এটি ১৯৪৮ সালের ইউএন জেনোসাইড কনভেনশনের লঙ্ঘন।

আইসিজে-র মামলা লড়তে সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে সেনাবাহিনী উল্লেখ করেন জ্য মিন তুন। হেগ-এর আদালতে সেনাবাহিনীকে উপস্থাপন করা হবে কীনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নির্ভর করছে সরকারের নির্দেশনার ওপর।’ এই মামলাকে আশীর্বাদ হিসেবে নিয়েছে তারা উল্লেখ করে তিনি দাবি করেন, এর মাধ্যমে রোহিঙ্গা ইস্যুতে সরকারি ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাবে সেনাবাহিনী।

এর আগে বৈশ্বিক বিচার কেন্দ্র জানিয়েছে, স্টেট কাউন্সিলর ও বেসামরিক সরকার রাখাইন রাজ্যে রোহিঙ্গা প্রতিরোধে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনীকে জবাবদিহি করতে কোনও পদক্ষেপও নেয়নি তারা। 

/এইচকে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ